স্থানীয় সংবাদ

যশোরে রেফ্রিজারেটর মেরামতের কথা বলে মহা প্রতারক বিশ^জিৎ লাপাত্তা

যশোর ব্যুরো ঃ বিশ^জিৎ ঘোষ (২৮) নামে এক মহাপ্রতারক রেফ্রিজারেটর মেরামতের কথা বলে যশোর অঞ্চলের বহু বাড়ি হতে কয়েকলাখ টাকা মূল্যের রেফ্রিজারেটর নগদ টাকা নিয়ে লাপাত্তা হয়েছে। এ বিষয় কোতয়ালি থানায় এক ভুক্তভোগি অভিযোগ দায়ের করে এখনো পর্যন্ত প্রতিকার পাইনি। মহা প্রতারক বিশ^জিৎ ঘোষ রাতের আধারে তার বাড়িতে মায়ের সাথে যোগাযোগ রেখে আসা যাওয়া করছে। ঘটনাটি যশোর সদর উপজেলার দেয়াড়া ইউনিয়নের আমদাবাদ গ্রামে। অভিযোগে জানাগেছে, ওই গ্রামের মৃত গোবিন্দ কুমার ঘোষের ছেলে মহা প্রতারক বিশ^জিৎ ঘোষ নিজেকে রেফ্রিজারেটর মিস্ত্রি দাবি করে প্রথমে এলাকার আশপাশে বিভিন্ন বাড়িতে বাড়িতে রেফ্রিজারেটর মেরামতের কার্যক্রম শুরু করে। সে রেফ্রিজারেটর মেরামতের সুযোগ নিয়ে বিভিন্ন বাসা বাড়িতে ঢুকে কৌশল অবলম্বন করে। মেরামতের দোহায় দিয়ে বাসা বাড়ি হতে রেফ্রিজারেটর বের করে। পরে সে রেফ্রিজারেটর তার গোপন আস্তানায় তুলে বিভিন্ন কৌশল অবলম্বন করে রেফ্রিজারেটর মেরামত করতে নির্দিষ্ট একটি টাকার অংকের কথা বলে দফায় দফায় টাকা হাতিয়ে নেয়। এভাবে যশোর সদরের উপশহর ই ব্লকের ৫ নং বাসার বাড়ির বাসিন্দা অবসর প্রাপ্ত ওয়ারেন্ট অফিসার মকলেছুর রহমানের মায়ের ইতালীর তৈরী বিগত ১৯৯৪ সালে কেনা ইগনিচ কোম্পানীর ৪০ হাজার টাকা মূল্যের রেফ্রিজারেটর ও মেরামতের অজুহাতে তিন দফায় আরো নগদ ১০ হাজার টাকা হাতিয়ে নিয়েছে। উক্ত রেফ্রিজারেটর খোয়া যাওয়ার পর মকলেছুর রহমানের পরিবার কোতয়ালি থানায় গত ২২ ডিসেম্বর অভিযোগ দায়ের করেন। অভিযোগে উল্লেখ করেন, বিগত ১৬ এপ্রিল মকলেছুর রহমান তার বন্ধু সদর উপজেলার দেয়াড়া ইউনিয়নের আলমনগর গ্রামের মৃত আহম্মদ আলীর খানের ছেলে সিনিয়র ওয়ারেন্ট অফিসার জহুরুল ইসলামের বাড়িতে বেড়াতে যান। সেখানে প্রতারক বিশ^জিৎ ঘোষ উক্ত জহুরুল ইসলামের বাড়ির রেফ্রিজারেটর মেরামত করতে দেখে তার সাথে পরিচয় হয়। ওই দিন বিশ^জিৎ ঘোষকে নিয়ে মকলেছুর রহমান তার মায়ের সচল (ত্রুটি যুক্ত) ইতালীর তৈরী ইগনিচ কোম্পানীর রেফ্রিজারেটর দেখাতে নিয়ে আসেন। ওই সময় মহা প্রতারক বিশ^জিৎ ঘোষ তার চক্রের এক সহযোগীকে নিয়ে আসেন। রেফ্রিজারেটর দেখার পর প্রতারক বিশ^জিৎ ঘোষ মেরামত করার কথা বলে তার গোপন আস্তানায় নিয়ে যায়। সেখানে নিয়ে যাওয়ার পর মেরামত করতে প্রথম দফায় ৪ হাজার টাকা পরে দুই দফায় রংসহ বিভিন্ন মেরামত করার কথা বলে ৬ হাজার টাকা হাতিয়ে নেয়। ৪০ হাজার টাকা মূল্যের রেফ্রিজারেটর নেওয়ার পর মেরামত করার কথা বলে নগদ ১০ হাজার টাকা গ্রহন করে সময় মতো রেফ্রিজারেটর না দিয়ে ঘোরাতে থাকে। পরবর্তীতে উক্ত মকলেছুর রহমান বিশ^জিৎ ঘোসের সন্ধানে নামেন। তাকে খোঁজ করতে গিয়ে তার বাড়িতে যেয়ে জানতে পারেন সে ওই এলাকাসহ আশপাশের অনেক বাড়ি হতে রেফ্রিজারেটর ও নগদ টাকা হাতিয়ে নিয়ে গা ঢাকা দিয়েছেন। প্রতিনিয়ত মহা প্রতারক বিশ^জিৎ ঘোষের বাড়িতে বিভিন্ন এলাকা থেকে লোকজন তাদের কাছ থেকে প্রতারনার মাধ্যমে রেফ্রিজারেটর ও নগদ টাকা হাতিয়ে নেওয়ার জন্য আসছে। এলাকা সূত্রে জানাগেছে, বিশ^জিৎ ঘোষ তার মায়ের সাথে রীতিমতো যোগাযোগ রেখে বাড়িতে আসা যাওয়া করছে। প্রতারণার শিকার মকলেছুর রহমানের বাড়ির পক্ষ থেকে কোতয়ালি থানায় অভিযোগ দেওয়ার পর প্রাথমিত অভিযোগের তদন্ত পড়েন এএসআই ইয়ার আলীর উপর।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button