স্থানীয় সংবাদ

খুলনার নেতাকর্মীদের প্রতি বিএনপির কৃতজ্ঞতা

# ঢাকায় ঐতিহাসিক সংবর্ধনায় অংশগ্রহণকারী #

খবর বিজ্ঞপ্তি ঃ দীর্ঘ ১৭ বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন ও তাকে দেওয়া সংবর্ধনাকে কেন্দ্র করে প্রচ- শীত, কষ্ট ও দুর্ভোগ উপেক্ষা করে খুলনা থেকে ঢাকায় গিয়ে অংশগ্রহণকারী হাজার হাজার নেতা-কর্মীর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছে খুলনা মহানগর বিএনপি। শুক্রবার (২৬ ডিসেম্বর) খুলনা মহানগর বিএনপির মিডিয়া সেল থেকে প্রদত্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কৃতজ্ঞতা জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দীর্ঘ ১৭ বছর পর বৃহস্পতিবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সপরিবারে দেশে প্রত্যাবর্তন করেন। এই ঐতিহাসিক মুহূর্তে প্রিয় নেতাকে স্বাগত জানাতে এবং সংবর্ধনা কর্মসূচিতে অংশ নিতে খুলনা মহানগর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের হাজার হাজার নেতা-কর্মী বাস, ট্রেন ও ব্যক্তিগত পরিবহনে করে ঢাকায় সমবেত হন। খুলনা মহানগর বিএনপি নেতৃবৃন্দ বলেন, প্রচ- শীত, ভ্রমণের কষ্ট ও নানাবিধ দুর্ভোগ সত্ত্বেও নেতা-কর্মীদের এই স্বতঃস্ফূর্ত উপস্থিতি দলীয় ঐক্য, ত্যাগ ও তারেক রহমানের প্রতি অগাধ ভালোবাসার অনন্য দৃষ্টান্ত। এই জনসমাগম প্রমাণ করেÑবিএনপি জনগণের শক্তিতে বিশ্বাসী একটি গণতান্ত্রিক দল। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, খুলনা মহানগরের নেতা-কর্মীদের এই ত্যাগ ও সংগ্রামী ভূমিকা দলের চলমান গণতান্ত্রিক আন্দোলনে নতুন প্রেরণা যোগাবে এবং ভবিষ্যতের রাজনৈতিক লড়াইকে আরও বেগবান করবে। খুলনা মহানগর বিএনপি আশা প্রকাশ করে জানায়, গণতন্ত্র পুনরুদ্ধার, মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা এবং একটি ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়ার সংগ্রামে নেতা-কর্মীরা আগামীতেও একইভাবে ঐক্যবদ্ধ ও দৃঢ় থাকবেন। বিবৃতিদাতারা হলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক ও খুলনা-৩ আসনে ধানের শীষের প্রার্থী আলহাজ¦ রকিবুল ইসলাম বকুল, তথ্য বিষয়ক সম্পাদক ও খুলনা-৪ আসনে ধানের শীষের প্রার্থী আজিজুল বারী হেলাল, মহানগর বিএনপির সভাপতি এড. শফিকুল আলম মনা, জেলা বিএনপির আহবায়ক মনিরুজ্জামান মন্টু, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন, জেলা বিএনপির সদস্য সচিব (ভারপ্রাপ্ত) মনিরুল হাসান বাপ্পী, মহানগর সাংগঠনিক সম্পাদক শেখ সাদী, মাসুদ পারভেজ বাবু, চৌধুরী হাসানুর রশিদ মিরাজ প্রমূখ।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button