স্থানীয় সংবাদ

তারেক রহমানের নেতৃত্বেই বাংলাদেশে আবার গণতান্ত্রিক ধারায় ফিরে আসবে

# খুলনায় দোয়া মাহফিল পুর্ব সংক্ষিপ্ত আলোচনায় এড. মনা #

স্টাফ রিপোর্টার ঃ রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু সুস্থতা কামনা এবং দীর্ঘ ১৭ বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পরিবারসহ স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে খুলনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ ডিসেম্বর) জুম্মার নামাজ শেষে নগরীর টাউন হল জামে মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে খুলনা মহানগর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি অংশগ্রহণ করেন। দোয়া মাহফিলে সংক্ষিপ্ত বক্তব্যে খুলনা মহানগর বিএনপির সভাপতি এড. শফিকুল আলম মনা বলেন, বাংলাদেশের গণতন্ত্র, স্বাধীনতা ও মানুষের ভোটাধিকার রক্ষার আন্দোলনে দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজীবন আপসহীন ভূমিকা রেখে চলেছেন। দীর্ঘ নির্যাতন ও ষড়যন্ত্রের শিকার হয়েও তিনি কখনো মাথা নত করেননি। আজ তিনি গুরুতর অসুস্থ অবস্থায় চিকিৎসাধীনÑএই মুহূর্তে তার জন্য দেশ-বিদেশের কোটি মানুষ দোয়া করছে। তিনি আরও বলেন,দীর্ঘ ১৭ বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পরিবারসহ স্বদেশে প্রত্যাবর্তন করেছেন। এটি শুধু বিএনপির জন্য নয়, গণতন্ত্রকামী মানুষের জন্যও একটি ঐতিহাসিক ও আশাব্যঞ্জক ঘটনা। তারেক রহমানের নেতৃত্বেই বাংলাদেশ আবার গণতান্ত্রিক ধারায় ফিরে আসবে এই প্রত্যাশা আজ জনগণের। শফিকুল আলম মনা বলেন, বিএনপি কখনো প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না। আমরা শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে জনগণের হারানো অধিকার ফিরিয়ে দিতে চাই। আজকের এই দোয়া মাহফিল প্রমাণ করেÑবিএনপি মানুষের আস্থা ও বিশ্বাসের রাজনীতি করে। এ সময় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন। তিনি বলেন, বেগম খালেদা জিয়া শুধু বিএনপির চেয়ারপারসন নন, তিনি এ দেশের গণতন্ত্র ও সার্বভৌমত্বের প্রতীক। ফ্যাসিবাদী শাসনের কঠোর নির্যাতনের মধ্যেও তিনি জনগণের অধিকার আদায়ের প্রশ্নে কখনো আপস করেননি। আজ তার সুস্থতার জন্য সারা দেশের মানুষ যেভাবে দোয়া করছেন, সেটিই প্রমাণ করে তিনি এখনো জনগণের হৃদয়ে অবস্থান করছেন। তিনি আরও বলেন, তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে নতুন গতি সৃষ্টি করবে। দীর্ঘদিন প্রবাসে থেকেও তিনি দল ও দেশের মানুষের কথা ভুলে যাননি। তার নেতৃত্বেই বিএনপি ঐক্যবদ্ধভাবে জনগণের ভোটাধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠার সংগ্রাম আরও বেগবান করবে। দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন, খুলনা জেলা বিএনপির সদস্য শেখ আব্দুর রশিদ, রবিউল হোসেন, আশরাফুল ইসলাম নূর, খুলনা মিডিয়া সেলের সদস্য সচিব রকিবুল ইসলাম মতি, গণধিকার পরিষদের নেতা বিল্লাল হোসেন, বিএনপি নেতা মুরশির্দুর রহমান লিটন, শামসুল বারী পান্নাসহ মহানগর বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। দোয়া মাহফিল শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা,তারেক রহমানের দীর্ঘায়ু ও সুস্থতা এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও গণতন্ত্র পুনরুদ্ধার কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাতে অংশগ্রহণ করেন জুম্মার নামাজ আদায় করতে আসা সাধারণ মুসল্লিরাও।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button