স্থানীয় সংবাদ

মৎস্যখাতে উন্নয়নে স্বাস্থ্য পরিবেশের প্রতি বিশেষ গুরুত্ব দিতে হবে: মৎস্য উপদেষ্টা

মোল্লাহাট প্রতিনিধি: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন মৎস্যখাতে উন্নয়নে স্বাস্থ্য পরিবেশ ঠিক রাখতে বিশেষ গুরুত্ব দিতে হবে। বিশেষ করে নির্বাচনের আগে নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টি গুরুত্বের সাথে দেখা হচ্ছে।

শনিবার (২৭ ডিসেম্বর) বেলা ১১টায় বাগেরহাটের ফকিরহাট উপজেলার ফলতিতা মৎস্য আড়ৎ পরির্দশন শেষে এ কথা বলেন উপদেষ্টা।

তিনি বলেন, মাছে অপদ্রব্য পুশ রোধে সবাইকে সচেতন থাকতে হবে। দেশের চাহিদা পুরনের পাশাপাশি আন্তর্জাতিক বাজারে এর রপ্তানি বাড়াতে হবে।

এসময় তিনি মৎস্য আড়ত মালিক ও মৎস্য চাষীদের সাথে কুশল বিনিময় করেন এবং তাদের বিভিন্ন সুবিধা ও অসুবিধার কথা শোনেন। যে সকল সমস্যা রয়েছে তা অতি দ্রুত সমাধানের আশ্বাসও দেন তিনি।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক ড. মো: আবদুর রউফ, যুগ্ম সচিব ড. আবু নঈম মুহাম্মদ আবদুছ সবুর, খুলনা অঞ্চলের পরিচালক জাহাঙ্গির আলম, প্রাণিসম্পদ অধিদপ্তরের খুলনা অঞ্চলের পরিচালক ডা: গোলাম হায়দার, বাগেরহাট জেলা প্রশাসক গোলাম মো: বাতেন. সহকারী পুলিশ সুপার (সার্কেল) রাসেদুল ইসলাম রানা, জেলা মৎস্য কর্মকর্তা রাজ কুমার বিশ্বাস, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শেখ আসাদুল্লাহ, চিতলমারী উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো: ফেরদৌস আনছারীসহ বিভিন্ন কর্মকর্তা, মৎস্য আড়ত মালিকগন ও মৎস্যচাষী।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button