স্থানীয় সংবাদ

কেশবপুর প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কেশবপুর(যশোর) প্রতিনিধি : কেশবপুর প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার প্রেসক্লাব হলরুমে এ সভায় সংগঠনের সভাপতি আশরাফ উজ জামান খান সভাপতিত্ব করেন। সভাপতির স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয় । এরপর উপস্থিত সকলকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফুয়াদ, কোষাধ্যক্ষ সামছুর রহমান ও দপ্তর সম্পাদক মশিয়ার রহমান তাদের নিজ নিজ বার্ষিক রিপোর্ট পেশ করেন। রিপোর্টের উপর সাধারণ সদস্যরা বক্তব্য প্রদান করেন
প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফুয়াদের সঞ্চালনায় উন্মুক্ত আলোচনা সভায় বক্তৃতা করেন, সাবেক সভাপতি আজিজুর রহমান, সাবেক সহ সভাপতি মোতাহার হোসাইন, সাবেক সাধারণ সম্পাদক জয়দেব চক্রবর্তী, সদস্য দিলীপ মোদক, কে এম কবির হোসেন, শাহীনুর রহমান,শেখ শাহীনুর ইসলাম, আব্দুল মোমিন, এম আব্দুল করিম,রুহুল আমিন খান,কামরুজ্জামান রাজু,আলমগীর হোসেন,জাকির হোসেন প্রমুখ। বক্তারা নির্বাহী কমিটির গত এক বছরে প্রেসক্লাবের উন্নয়নসহ সার্বিক কর্মকান্ডে সন্তোষ প্রকাশ করেন। সাধারন সভায় প্রেসক্লাবের নির্বাহী কমিটি ও সাধারণ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় সাধারন সদস্যদের মতামতকে প্রাধান্য দিয়ে আগামী দিনগুলোতে প্রেসক্লাবের উন্নয়নসহ সাংবাদিকতার গুনগতমান বৃদ্ধিতে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে সাধারণ সভার কার্যক্রম শেষ করা হয়।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button