কুয়েট কর্মকর্তা সমিতির নির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন

# সভাপতি রবিউল, সা.সম্পাদক মুনিরুল #
খানজাহান আলী থানা প্রতিনিধি ঃ খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়(কুয়েট) কর্মকর্তা সমিতির নির্বাহী কমিটির নির্বাচনে (টার্ম ২০২৬-২০২৭) সভাপতি হিসাবে স্টোর অফিসার মোঃ রবিউল ইসলাম এবং সাধারণ সম্পাদক হিসেবে প্রশাসনিক কর্মকর্তা মুহাম্মদ মুনিরুল ইসলাম নির্বাচিত হয়েছেন। প্রধান নির্বাচন কমিশনার মোঃ শফিকুল আলম জানান, কুয়েট কর্মকর্তা সমিতির দ্বিবার্ষিক নির্বাহী কমিটির নির্বাচনে (টার্ম ২০২৬-২০২৭) সভাপতি পদে স্টোর অফিসার মোঃ রবিউল ইসলাম এবং সাধারণ সম্পাদক পদে প্রশাসনিক কর্মকর্তা মুহাম্মদ মুনিরুল ইসলাম নির্বাচিত হয়েছেন। এছাড়া সহ-সভাপতি পদে সেকশন অফিসার ও পিএস টু ভিসি আ ন ম রেজওয়ানুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক পদে সেকশন অফিসার মেহদী হাসান, সাংগঠনিক সম্পাদক পদে এটিও মোঃ আলমগীর হোসেন, দপ্তর সম্পাদক পদে এটিও মোঃ মনিরুল ইসলাম-১, অর্থ সম্পাদক পদে প্রশাসনিক কর্মকর্তা সৈয়দ মোঃ শফিক মাহমুদ, প্রচার সম্পাদক পদে সেকশন অফিসার এস, এম, মাসুদ করিম, সমাজকল্যাণ সম্পাদক পদে সেকশন অফিসার মোঃ আসাদুল হক, সাহিত্য, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক প্রশাসনিক কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, সদস্য পদে সিনিয়র ক্যাটালগার মোঃ মোস্তাফিজুর রহমান, এটিও মোঃ মিজানুর রহমান এবং প্রশাসনিক কর্মকর্তা মোঃ তারিক আল হক নজীব নির্বাচিত হয়েছেন। নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন জি এম হাবিবুর রহমান ও মোঃ মশিউর রহমান।



