ন্যায় ও আদর্শভিত্তিক নেতৃত্ব প্রতিষ্ঠার মাধ্যমে জনগণের অধিকার পুনরুদ্ধারে জামায়াতে ইসলামী কাজ করছে : মাওলানা আবুল কালাম আজাদ

# কয়রা পল্লী চিকিৎসক এসোসিয়েশনের মতবিনিময় সভা #
স্টাফ রিপোর্টার ঃ
বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য, খুলনা অঞ্চল সরকারী পরিচালক এবং খুলনা-৬ আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা আবুল কালাম আজাদ আগামী জাতীয় নির্বাচনে দলীয় প্রার্থীর পক্ষে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, দেশে ন্যায় ও আদর্শভিত্তিক নেতৃত্ব প্রতিষ্ঠার মাধ্যমে জনগণের অধিকার পুনরুদ্ধারে জামায়াতে ইসলামী কাজ করছে। আমরা চাই একটি শান্তিপূর্ণ, সমৃদ্ধ ও ইসলামি মূল্যবোধ সম্পন্ন সমাজ। তিনি এলাকার সার্বিক উন্নয়ন, সুশাসন ও ইসলামভিত্তিক সমাজ গঠনে জামায়াতে ইসলামীর ভূমিকা তুলে ধরে বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা এবং ন্যায়ভিত্তিক সমাজ গঠনের লক্ষ্যেই তারা নির্বাচনে অংশ নিচ্ছেন। এই আসনে দাঁড়িপাল্লার পক্ষে রায় দেবে। শনিবার (২৭ ডিসেম্বর) সকালে খুলনা জেলার কয়রা বালিকা বিদ্যালয় মাঠে কয়রা পল্লী চিকিৎসক এসোসিয়েশনের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ সব কথা বলেন।
কয়রা পল্লী চিকিৎসক এসোসিয়েশনের সভাপতি ডা. সোহরাব হোসেনের সভাপতিত্বে ও সেক্রেটারি ডা. এমদাদুল হকের সঞ্চালনায় বক্তব্য দেন কয়রা উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মিজানুর রহমান, নায়েবে আমীর মাওলানা রফিকুল ইসলাম, সেক্রেটারি মাওলানা শেখ সাইফুল্লাহ, সহকারী সেক্রেটারি মাওলানা সুজা উদ্দীন, কয়রা পল্লী চিকিৎসক এসোসিয়েশনের উপদেষ্টা ডা. লুৎফর রহমান, এসোসিয়েশনের উপদেষ্টা সুন্দরবন নার্সিং হোমের পরিচালক ডা. কামরুজ্জামান টুকু, সহকারী সেক্রেটারি ডা. কামরুজ্জামান, ডা. আমিনুর রহমান প্রমুখ।
মাওলানা আবুল কালাম আজাদ বলেন, আমি কয়রাবাসীকে আন্তরিক সালাম ও অভিনন্দন জানাই। দুর্নীতি, চাঁদাবাজি, সন্ত্রাস ও মাদকমুক্ত কয়রা-পাইকগাছা গড়ে তোলা এবং এই জনপদের উন্নয়ন ও শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছি।
তিনি বলেন, নির্বাচনী তফসিল ঘোষণার পরও প্রতিনিয়ত আচরণবিধি লঙ্ঘিত হচ্ছে। অন্যান্য রাজনৈতিক দলের অনেক নির্বাচনী অফিস এখনো কার্যক্রম চালু রেখেছে, যা স্পষ্টভাবে নির্বাচনী আচরণবিধির পরিপন্থী। এ বিষয়ে নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করছি। তিনি আরও বলেন, এই আসনে পূর্ববর্তী জনপ্রতিনিধিরা জনগণের প্রত্যাশিত অনেক কাজ সম্পন্ন করতে পারেননি। আমরা সেই অসমাপ্ত কাজগুলো বাস্তবায়ন করতে চাই। বিশেষ করে কয়রা-পাইকগাছাবাসীর স্বাস্থ্য ও শিক্ষাখাতে মৌলিক পরিবর্তন আনাই আমাদের মূল লক্ষ্য। আমরা একটি সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন চাই এবং সব শ্রেণি-পেশার মানুষকে সঙ্গে নিয়ে একটি সুন্দর কয়রা-পাইকগাছা গড়ে তুলতে চাই।



