বাগেরহাটের ৪টি নির্বাচনি আসনে মনোনয়ন ফরম নিলেন বিএনপি-জামায়াতসহ ২৫ জন প্রার্থী

# ত্রয়োদশ সংসদ নির্বাচন-২০২৬ #
বাগেরহাট প্রতিনিধি ঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট জেলার ৪টি সংসদীয় আসনে প্রতিদ্বন্ধিতা করতে বিএনপি-জামায়াতসহ ইতোমধ্যে ২৫ জন প্রার্থী মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন। আর এ নিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগ বাদে অন্যান্য রাজনৈতিক দলের মধ্যে দ্বিধা-বিভক্ত রাজনৈতিক তৎপরতা জোরালো হয়ে উঠেছে। জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থী মিলিয়ে বৃহস্পতিবার পর্যন্ত মোট ২৫ জন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। মনোনয়ন ফরম সংগহ্রকারীরা হলেন,
বাগেরহাট-১ সংসদীয় আসনে (চিতলমারী-ফকিরহাট-মোল্লাহাট) মনোনয়ন ফরম সংগ্রহকারী প্রার্থীরা হলেন বিএনপির কপিল কৃষ্ণ মন্ডল, স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিএনপির সাবেক এমপি এম এ এইচ সেলিম, এস এম মুজিবর রহমান ও প্রকৌশলী মাসুদ রানা। এছাড়া জামায়াতে ইসলামীর মশিউর রহমান খান, ইসলামী আন্দোলন বাংলাদেশের মুজিবর রহমান শামীম এবং এবি পার্টির মো. আমিনুল ইসলাম।
বাগেরহাট-২ সংসদীয় (সদর ও কচুয়া) আসনে ফরম সংগ্রহকারীদের মধ্যে রয়েছেন বিএনপির শেখ মোহাম্মদ জাকির হোসেন। বিএনপির স্বতন্ত্র প্রার্থী হিসেবে সাবেক সংসদ সদস্য এম এ এইচ সেলিম ও জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম। পাশাপাশি জামায়াতে ইসলামীর শেখ মঞ্জুরুল হক রাহাদ, ইসলামী আন্দোলন বাংলাদেশের অ্যাডঃ শেখ আতিয়ার রহমান এবং খেলাফত মজলিসের বালী নাছের ইকবাল মনোনয়ন সংগ্রহ করেন।
বাগেরহাট-৩ (রামপাল-মোংলা) আসনে বিএনপির ড. শেখ ফরিদুল ইসলাম মনোনয়ন ফরম নিয়েছেন। বিএনপির স্বতন্ত্র প্রার্থী হিসেবে এম এ এইচ সেলিম ও মো. জুলফিকার আলী ফরম সংগ্রহ করেন। এছাড়া জামায়াতে ইসলামীর অ্যাডঃ মোহাম্মদ আব্দুল ওয়াদুদ শেখ, ইসলামী আন্দোলনের শেখ জিল্লুর রহমান, জাসদ-রবের হাবিবুর রহমান মাস্টার এবং এনসিপির মো. রহমাতুল্লাহ মনোনয়ন নেন।
বাগেরহাট-৪ (ফকিরহাট-মোল্লাহাট-চিতলমারী) আসনে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বিএনপির মনোনীত সোমনাথ দে। বিএনপির স্বতন্ত্র প্রার্থী হিসেবে এম এ এইচ সেলিম ও কাজী খাইরুজ্জামান শিপন । এছাড়া জামায়াতে ইসলামীর মো. আব্দুল আলীম এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. ওমর ফারুক মনোনয়ন সংগ্রহ করেন। জেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মাদ আবু আনছার জানান. নির্ধারিত সময়ের মধ্যেই প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেবেন। যাচাই-বাছাই প্রক্রিয়া শেষে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।



