স্থানীয় সংবাদ

যারা নির্বাচনকে বাঁধাগ্রস্থ করার স্বপ্ন দেখছেন তারা আজকের পর ওই স্বপ্ন দেখা ভূলে যান

# দাকোপে সুধী সমাবেশে পুলিশ সুপার #

দাকোপ(খুলনা) প্রতিনিধি ঃ আসন্ন সংসদ নির্বাচনকে সামনে রেখে দাকোপ থানা পুলিশের আয়োজনে সুধী সমাবেশ ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকাল ৩ টায় দাকোপ থানা চত্বরে অনুষ্ঠিত সুধী সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খুলনা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমান। দাকোপ থানার অফিসার ইনচার্জ মোঃ আতিকুর রহমান আতিকের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন জেলার অতিঃ পুলিশ সুপার (ট্রাফিক) আবীর সিদ্দিকী শুভ্র এবং অতিঃ পুলিশ সুপার সি সার্কেল মোঃ সালাউদ্দিন। সভায় আলোচনা করেন বিএনপিনেতা অসিত কুমার সাহা, আঃ মান্নান খান, শেখ মোজাফ্ফার হোসেন, আলামিন সানা, আইয়ুব আলী কাজী, মানস কুমার গোলদার, জামায়াতনেতা মাওলানা আকতারুজ্জামান, জি এম অহিদুজ্জামান, শেখ জহিরুল ইসলাম, এনসিপিনেতা জি এম নজরুল ইসলাম, সাংবাদিক গাজী আবুল বাশার, শিক্ষক বিভূতি ভুষন সরকার, গোলাম রব্বানী, ব্যবসায়ী সমিতির সভাপতি কামরুল হোসেন শেখ, ধর্মীয়নেতা হাফেজ শাহ আলম মীর ও মিঠুন বিশ্বাস। সভায় আইনশৃংক্ষলা সংক্রান্ত বিভিন্ন বিষয় তুলে ধরা বক্তৃতার জবাবে প্রধান অতিথি জেলা পুলিশ সুপার বলেন, মাদকের বিষয়ে পুলিশের অবস্থান জিরো টলারেন্স নীতি। এ ছাড়া দাকোপে বর্তমান মৌসুমে জমির ফসল নিয়ে বিরোধ, সুন্দরবন কেন্দ্রীক সন্ত্রাসী তৎপরতা প্রতিরোধ, প্রত্যন্ত অঞ্চলে গভীর রাত পর্যন্ত চায়ের দোকানে আড্ডা বন্দ, অবৈধ মোটর সাইকেল চলাচল প্রতিরোধে স্থানীয় রাজনৈতিক দল ও সুধী সমাজের সমর্থন কামনা করে তিনি হুশিয়ারী উচ্চারন করে বলেন, আসন্ন নির্বাচনকে শান্তিপূর্ন ও নিরপেক্ষ করার জন্য পুলিশসহ সকল আইনশৃংক্ষলা বাহিনী কঠোর অবস্থানে থাকবে। যারা নির্বাচনকে বাঁধাগ্রস্থ করার স্বপ্ন দেখছেন তারা আজকের পর ওই স্বপ্ন দেখা ভূলে যান। তিনি দাকোপের শান্তি শৃংক্ষলা রক্ষায় সকলের সহযোগীতা কামনা করেন।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button