বাগেরহাট প্রেসক্লাব নির্বাচন সম্পন্ন সভাপতি শুনু, সম্পাদক লিটন

বাগরেহাট প্রতিনিধি ঃ ৩১ ডিসেম্বর বাগেরহাট প্রেস ক্লাবের নির্বাচন সম্পন্ন করা হয়েছে। ১৫ সদস্যের কার্য্যনির্বাহী কমিটির শুধু সভাপতি ও সাধারণ সম্পাদক পদে নির্বাচন হয়। বাকীরা বিনাভোটে নির্বাচিত হয়েছেন। নির্বাচনের মাধ্যমে সভাপতি হয়েছেন দৈনিক মানবজমিন পত্রিকার বাগেরহাট প্রতিনিধি আবু সাঈদ শুনু ও দৈনিক দিনকালের জেলা প্রতিনিধি এম হেদায়েত হোসাইন লিটন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। নির্বাচনে সভাপতি পদে নিকটতম প্রার্থী দৈনিক দিনের আলো প্রতিনিধি মোয়াজেজম হোসেন মজনু পেয়েছে মাত্র ৯ ভোট। আর সাধারণ সম্পাদক পদে দৈনিক আজকালের খবরের প্রতিনিধি আল আমিন খান সুমন পেয়েছেন ১১ ভোট। বিনাভোটে নির্বাচিতরা হলেন, সহ সভাপতি এস এম রাজ, সহ সাধারণ সম্পাদক ইয়ামিন আলী, অর্থ সম্পাদক আমিরুল ইসলাম বাবু, দপ্তর সম্পাদক এস এম সামছুর রহমান, তথ্য প্রযুক্তি সম্পাদক এস এস সোহান, ক্রীড়া সম্পাদক আরিফুল ইসলাম। নির্বাহী সদস্যরা হলেন, আলী আকবার টুটুল, তরফদার রবিউল ইসলাম, মোল্লা আব্দুর রব, মোল্লা মাসুদুল হক, সোহেল রানা, সৈয়দ শওকত হোসেন। বুধবার বিকেলে বাগেরহাট প্রেসক্লাবে নির্বাচন শেষে রাতে ফলাফল ঘোষণা করেন, নির্বাচন কমিশনার মোঃ কামরুজ্জামান। এবারের নির্বাচনে মোট ২৯ জন ভোটারের মধ্যে ২৮ জন সদস্য ভোট প্রদান করেন।



