স্থানীয় সংবাদ

প্রতাপনগর ও আনুলিয়ার ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্র পরিদর্শনে ইউএনও

বাবুল হোসেন, আশাশুনি প্রতিনিধি : আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নে দুর্গম ও ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্র পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইদুজ্জামান হিমু। বুধবার তিনি বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন ও যাতয়াতের রাস্তার অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে উপজেলার প্রতাপনগরের দূর্গম ও ঝুকিপূর্ণ কেন্দ্র চাকলা, দিঘলার আইট এবং আনুলিয়ার ভোট কেন্দ্রসমূহ পরিদর্শন করেন ইউএনও সাইদুজ্জামান হিমু। এসময় তিনি কেন্দ্রের সার্বিক পরিবেশ পর্যবেক্ষণ করেন এবং সিসি টিভি সংযোগসহ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করে দিকনির্দেশনা প্রদান করেন। কেন্দ্রে যাতায়াতের রাস্তা নির্মাণ/সংস্কারের ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে নির্দেশনা প্রদান দেন।
দুর্গম এলাকার রাস্তাসমূহ সংস্কার হলে এলাকাবাসী ও শিক্ষার্থীদেরও যাতায়াতের ব্যবস্থা সুগম হবে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button