নগরীতে মোটরসাইকেলের ধাক্কায় নিহত ১

স্টাফ রিপোর্টার : নগরীতে মোটরসাইকেলের ধাক্কায় মন্টু শেখ (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে নগরীর দৌলতপুর থানাধীন মিনাক্ষী সিনেমা হলের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় মোটরসাইকেল চালকও গুরুতর আহত হন। তিনি বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। মৃত মন্টু শেখ আড়ংঘাটা থানার দক্ষিণ পাড়ার বাসিন্দা মোসলেম শেখের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে দৌলতপুর থানার এসআই জাকিরুল ফিরোজ জানান, সকাল ১০ টার দিকে মন্টু শেখ দৌলতপুরের মিনাক্ষী হলের পাশে তার ইজিবাইক রেখে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে দ্রুতগামী একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে রাস্তার ওপর পড়ে গিয়ে রোড ডিভাইডারের সাথে মাথায় আঘাত পান। স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনায় মোটরসাইকেল চালক জিম গুরুতর আঘাতপাপ্ত হয়। তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। মোটরসাইকেলটি আমাদের হেফাজতে রয়েছে।



