নগরী ও পূর্ব রূপসায় টানানো আ’লীগের শ্লোগান লেখা পোষ্টার

# নিষিদ্ধ আ’লীগের নতুন আতংকের ফন্দি
স্টাফ রিপোর্টার : দেশোদ্রোহীর মুখে লাথি মারুন, জয় বাংলার শপথ করুন দেশ কে রক্ষা করুন! জয়বাংলা জয় বঙ্গবন্ধু, (এনজি খুলনা) লেখা পোষ্টারে ছেয়ে গেছে নতুন আতংক সৃষ্টি করতে বিভিন্ন এলাকায়। ফ্যাসিস্ট আওয়ামী লীগের এ-সব শ্লোগান লেখা ও শেখ মুজিবুর রহমান এবং শেখ হাসিনার ছবি সম্বলিত পোষ্টার টানানো দেখা গেছে এবং বিভিন্ন সুত্র থেকে জানা গেছে, খুলনার নগরীর ট্রাফিক মোড়, সুন্দরবন কলেজের সামনে, পশ্চিম রূপসা ঘাট, মাছের আড়ত, কাঁচা বাজার, তেরগোলা, পূর্ব রূপসা ঘাট এলাকায়, মাহেন্দ স্ট্যান্ড সহ বিভিন্ন স্পটে। এঘটনায় স্থানীয় বিএনপির নেতৃবৃন্দরা ক্ষোভ প্রকাশ করে বলেন, নিষিদ্ধ ঘোষিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের লোকজন বিশৃঙ্খলা সৃষ্টি করতে রাতের আধারে বিভিন্ন এলাকায় পোষ্টার লাগিয়েছে। এ-সব বিষয়ে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীকে সজাগ দৃষ্টি রাখতে জোরালো ভূমিকা রাখার জন্য দাবি জানিয়েছেন।



