মানুষের স্বতঃস্ফূর্ত স্বাক্ষর প্রমাণ করে খালেদা জিয়া ছিলেন গণমানুষের আস্থার প্রতীক: তুহিন

# খুলনা মহানগর বিএনপি কার্যালয়ে শোক বই উন্মুক্ত #
ঃ সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন, আপসহীন গণতান্ত্রিক নেত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা জানাতে খুলনা মহানগর বিএনপির উদ্যোগে শোক বই খোলা হয়েছে। খুলনা মহানগর বিএনপির পক্ষ থেকে কেডি ঘোষ রোডস্থ দলীয় কার্যালয়ে এই শোক বই রাখা হয়েছে। প্রতিদিন সকাল ১০টা থেকে শোক বইয়ে স্বাক্ষরের মাধ্যমে শ্রদ্ধা ও সমবেদনা জানাতে পারবেন সর্বস্তরের মানুষ। খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন বলেন, গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা ও গভীর শোক প্রকাশের অংশ হিসেবেই দলীয় কার্যালয়ের সামনে শোক বই খোলা হয়েছে। এই শোক বইতে স্বাক্ষরের মাধ্যমে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শুভানুধ্যায়ী, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধি এবং সাধারণ মানুষ তাদের শ্রদ্ধা, ভালোবাসা ও সমবেদনা জানাতে পারবেন। তিনি আরও জানান, প্রতিদিনই বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীসহ সাধারণ মানুষ দলীয় কার্যালয়ে এসে শোক বইয়ে স্বাক্ষর করছেন। মানুষের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করে, বেগম খালেদা জিয়া শুধু একটি দলের নেত্রী ননÑতিনি ছিলেন গণমানুষের আস্থার প্রতীক। বৃহস্পতিবার (১ জানুয়ারি) শোক বইয়ে স্বাক্ষরকালে উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন, সাংগঠনিক সম্পাদক মাসুদ পারভেজ বাবু, চৌধুরী হাসানুর রশিদ মিরাজ, সদর থানা বিএনপির সভাপতি কেএম হুমায়ুন কবীর, সোনাডাঙ্গা থানা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, সাংগঠনিক সম্পাদক জাকির ইকবাল বাপ্পীসহ বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। শোক বইয়ে স্বাক্ষরকালে নেতাকর্মীরা বলেন, বেগম খালেদা জিয়া আজীবন দেশের গণতন্ত্র, মানুষের ভোটাধিকার ও ন্যায়বিচারের জন্য সংগ্রাম করেছেন। তার ত্যাগ ও অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। উল্লেখ্য, আপসহীন নেত্রী, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া গত ৩০ ডিসেম্বর ভোর ৬টায় ইন্তেকাল করেন। তার ইন্তেকালে দেশজুড়ে শোকের ছায়া নেমে আসে। পরদিন ৩১ ডিসেম্বর থেকে খুলনা মহানগর বিএনপির কার্যালয়ে শোক বই খোলা হয়, যা এখনো নিয়মিতভাবে সর্বসাধারণের জন্য উন্মুক্ত রয়েছে।



