স্থানীয় সংবাদ

ফোয়াব’র মিলন মেলা আজ : প্রস্তুতি সভা অনুষ্ঠিত

খবর বিজ্ঞপ্তি : নতুন বছরের সূচনায় উদ্যোক্তাদের ঐক্য ও পারস্পরিক সহযোগিতা জোরদার করার লক্ষ্যে ফিস ফার্ম ওনার্স এসোসিয়েশন, বাংলাদেশ (ফোয়াব) এবং খুলনা কেন্দ্রীয় মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটেডের যৌথ উদ্যোগে আয়োজন করা হয়েছে ‘মিলন মেলা ২০২৬’। আজ ৩ জানুয়ারি (শনিবার) খুলনার ফলোইমারী পশ্চিম বিল পাবলায় অবস্থিত ফোয়াব প্রদর্শনী মৎস্য খামারে এই মিলন মেলা অনুষ্ঠিত হবে।
এদিকে, মিল মেলা সফলের লক্ষ্যে শুক্রবার (০২ জানুয়ারি) সন্ধ্যা সাতটায় খুলনা আর্ট একাডেমির প্রাঙ্গণে একটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন ফিস ফার্ম ওনার্স এসোসিয়েশন, বাংলাদেশ (ফোয়াব)-এর সভাপতি মোল্লা সামসুর রহমান শাহীন, কৃষিবিদ মনিরুজ্জামান, শেখ সাকিল হোসেন, সাখাওয়াত হোসেন, জসিমুদ্দিন খাজা, শেখ সহিদুল ইসলামসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন মিলন মেলা ২০২৬-এর আহ্বায়ক, খুলনা আর্ট একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক চিত্রশিল্পী মিলন বিশ্বাস এবং শিপইয়ার্ড স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক (চারু ও কারুকলা) সুব্রত কুমার মন্ডল প্রমুখ।
১শত শতক আয়তনের প্রদর্শনী খামারে আয়োজিত এই মিলন মেলায় মৎস্য অধিদপ্তর, খুলনা জেলা এবং ল্যাবএইড গ্রুপ যৌথভাবে সহযোগিতা করছে।
বাস্তবায়নে রয়েছে ফিস ফার্ম ওনার্স এসোসিয়েশন, বাংলাদেশ (ফোয়াব)। এ আয়োজনে খুলনা বিভাগের এফবিসিসিআই-এর সাধারণ সদস্য, জেলা চেম্বার, বিভিন্ন এসোসিয়েশনের নেতৃবৃন্দ, কৃষিবিদ, সমবায়ী ও মৎস্য উদ্যোক্তারা অংশগ্রহণ করবেন। মেলার মূল লক্ষ্য হিসেবে নির্ধারণ করা হয়েছে “সমৃদ্ধ অর্থনীতি, সমৃদ্ধ বাংলাদেশ” গড়ে তুলতে উদ্যোক্তাদের মধ্যে ঐক্য সৃষ্টি।
সভায় জানানো হয়, মেলায় কার্প জাতীয় মাছের ফ্যাটেনিং ও পুরুষ গলদা চিংড়ি চাষের প্রদর্শনী বিশেষভাবে উপস্থাপন করা হবে। একইসঙ্গে নিরাপদ মৎস্য, চিংড়ি ও পোনা উৎপাদনের ওপর গুরুত্বারোপ করা হয়।
বক্তারা বলেন, যারা সরকারি নিয়মনীতি মানবে না, ভেজাল খাদ্য উৎপাদনে যুক্ত থাকবে, টিন সার্টিফিকেট, ট্রেড লাইসেন্স, উপজেলা মৎস্য অফিসের অনুমোদন বা আইনগতভাবে সংগঠনের সদস্য নয় তাদের মৎস্য খাত থেকে সরে যাওয়ার বিষয়ে কঠোর অবস্থান নিতে হবে। এ ধরনের অনিয়মকারীদের কোনোভাবেই যেন সরকারি পৃষ্ঠপোষকতা না দেওয়া হয় এবং মৎস্য সেক্টরের ক্ষতি রোধে সরকার ও নীতি নির্ধারকদের কার্যকর সিদ্ধান্ত গ্রহণের আহ্বান জানানো হয়।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button