স্থানীয় সংবাদ

বাগেরহাটের পল্লীতে আগুন লেগে দরিদ্র বৃদ্ধার মৃত্যু

বাগেরহাট প্রতিনিধি ঃ বাগেরহাট সদর উপজেলার উৎকুল গ্রামে আগুনে পুড়ে হাওয়া বিবি (৮৮) নামের একজন দরিদ্র বৃদ্ধার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দিনগত রাতে বাড়ীতে ঘুমন্ত অবস্থায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। স্থানীয়দের বরাত দিয়ে ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার ভারপ্র াপ্ত শেখ মামুনুর রশিদ পিএফএম জানান সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের উৎকুল গ্রামের মৃত জোনাব আলীর মেয়ে হাওয়া বিবি হত দরিদ্র হওয়ায় ভিক্ষাবৃত্তি করে জীবন পার করছিলেন। প্রতিদিনের ন্যায় বৃহস্পতিবার রাতে ঘরের মধ্যে মশার কয়েল জালিয়ে কম্বল গায়ে জড়িয়ে ঘুমিয়ে যান। ধারনা করা হচ্ছে মশার কয়েল থেকে কম্বলে আগুন লেগে সে সম্পূর্ন পুড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রনসহ বৃদ্ধাকে মৃত অবস্থায় উদ্ধার করে। বাগেরহাট সদর মডেল থানার ওসি মোঃ মাসুম খান বলেন, বৃদ্ধা একাই তার ছোট ঘরে বসবাস করতেন। ফায়ার সার্ভিস ও স্থানীয়রা বলছেন মশার কয়েল থেকে আগুন লেগে এ ঘটনা হয়েছে।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button