স্থানীয় সংবাদ
প্লাটিনাম মিলের শ্রমিক কলোনীর মসজিদের সিলিং ফ্যান চুরি

স্টাফ রিপোর্টারঃ খালিশপুর বন্ধ ঘোষিত প্লাটিনাম জুট মিলের শ্রমিক কলোনীর মসজিদের ভিতরে দু’টি সিলিং ফ্যান, মসজিদের মুর্দার খানার গ্রীল চোরেরা চুরি করে নিয়ে গেছে। বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে সংঘবদ্ধ চোরেরা এসব চুরি করে নিয়ে যায়। মিলের প্রকল্প প্রধান জানান, বিষয়টি তিনি অবগত। মিলের পুরাতন ভবনের টেন্ডার হয়ে গেছে। আজ ঠিকাদার ওই ভবন ভাঙ্গা শুরু করবে। তারপরও তাদের তৎপরতা বেড়েছে বলে তিনি জানান। ইতোমধ্যে চোরেরা শ্রমিক কলোনীর পরিত্যক্ত ভবনের ইট জানালার রড চুরি করে নিয়ে গেছে।



