চারজনের মনোনয়ন বৈধ, আপীলে যাবেন স্বতন্ত্র প্রার্থী

খুলনা-৪ আসন :
স্টাফ রিপোর্টার : খুলনা-৪ আসনে দাখিলকৃত মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে চারজন প্রার্থীর মনোনয়ন বৈধ এবং একজন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে।
জানা যায়, খুলনা-৪ (রূপসা, তেরখাদা ও দিঘলিয়া উপজেলা) আসনে মোট পাঁচজন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। যাচাই-বাছাই শেষে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী ইউনুস আহম্মেদ শেখ, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এস কে আজিজুল বারী, খেলাফত মজলিসের এস এম সাখাওয়াত হোসাইন এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর মো. কবিরুল ইসলামের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। স্বতন্ত্র প্রার্থী এস এম আজমল হোসেনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
এ বিষয়ে জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার আ. স. ম. জামশেদ বলেন বাতিল হওয়া স্বতন্ত্র প্রার্থীর ক্ষেত্রে ১ শতাংশ ভোটারের সমর্থন সূচক স্বাক্ষরে নেগেটিভ থাকায় তার প্রার্থীতা বাতিল করা হয়েছে।
এদিকে বাতিল হওয়া স্বতন্ত্র প্রার্থী এস এম আজমল হোসেন এ সিদ্ধান্তের বিরুদ্ধে আপীল করবেন জানিয়ে বলেন, যারা আমার মনোনয়নের সমর্থনে স্বাক্ষর করেছিলেন তাদেরকে ভয় ভীতি দেখিয়ে জোর করে অস্বীকার করানো হয়েছে। তিনশ’ জনের স্বাক্ষর সম্বলিত কাগজপত্র ছিড়ে ফেলা হয়েছে। তেরখাদার এ ঘটনায় গত ১ জানুয়ারী আমি প্রধান নির্বাচন কমিশনারের দপ্তরে লিখিত অভিযোগ দিয়েছি। আপীলে আমি মনোনয়ন ফিরে পাবো বলে দৃঢ় আশাবাদী।



