স্থানীয় সংবাদ

রূপসায় র‌্যাবের সোর্সকে গুলি করে হত্যার চেষ্টা

স্টাফ রিপোর্টার : রূপসায় মো. ফারুক নামে এক ব্যক্তিকে গুলি করেছে সন্ত্রাসীরা। শুক্রবার (২ জানুয়ারি) রাত পৌনে ১১টার দিকে উপজেলার আইচগাতি ইউনিয়নের রাজাপুর এলাকায় সন্ত্রাসীরা তাকে গুলি করে। গুলিবিদ্ধ ফারুক র‌্যাবের সোর্স ছিল বলে পুলিশ জানিয়েছে।
বিষয়টি নিশ্চিত করে আইচগাতি ক্যাম্পের ইনচার্জ মো. ইব্রাহিম শেখ বলেন, রাত পৌনে ১১টার দিকে রাজাপুর এলাকায় সন্ত্রাসীরা তাকে হত্যার উদ্দেশ্যে গুলি করে। গুলির শব্দে এলাকাবাসী রাস্তায় বের হলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। রাস্তার ওপর থেকে স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। খবর জেনে ঘটনাস্থলে যাওয়ার পর কেউ কোনো তথ্য দিয়ে সহযোগিতা করছেনা।
এলাকাবাসীর বরাত দিয়ে তিনি জানান, আহত ব্যক্তি র‌্যাবের সোর্স হিসেবে কাজ করত। তবে কে বা কারা কেন তাকে গুলি করেছে তা তিনি নিশ্চিত করে বলতে পারেননি।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button