স্থানীয় সংবাদ

রূপসায় আঞ্জুমানের কম্পিউটার প্রশিক্ষণ সেবা কেন্দ্রের উদ্বোধন ও কম্বল বিতরণ

খবর বিজ্ঞপ্তি ঃ রূপসায় আঞ্জুমান মুফিদুল ইসলাম ঢাকা কর্তৃক পরিচালিত কম্পিউটার প্রশিক্ষণ, ফিজিওথেরাপি সেবা ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ এর উদ্বোধন করা হয়েছে৷ শনিবার (৩ জানুয়ারি) বিকেল সাড়ে ৩ টায় রূপসার ইলাইপুরস্থ আঞ্জুমান দলিল হারুন স্বাস্থ্য সেবা ও প্রশিক্ষণ কেন্দ্রে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। আঞ্জুমান মুফিদুল ইসলাম ঢাকা ম্যানেজিং কমিটির সদস্য ও অবসরপ্রাপ্ত যুগ্ম-সচিব এস এম হারুনার রশিদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন খুলনা রেঞ্জ ডিআইজি মো. রেজাউল হক (পিপিএম)। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সরকারের যুগ্ম-সচিব ও জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোসাঃ ফেরদৌসী বেগম। শুভেচ্ছা বক্তৃতা করেন সাবেক জেলা প্রশাসক আঞ্জুমানের যুগ্ম-পরিচালক আনিস মাহমুদ। আঞ্জুমান রূপসা শাখার যুগ্ম-আহবায়ক ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী সফিউল আলম সুজনের পরিচালনায় সম্মানিত অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সানজিদা রিকতা, আঞ্জুমান মুফিদুলের দাতা সদস্য প্রফেসর নার্গিস জাহান, রূপসা থানা অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক মীর। বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন রূপসা কলেজ ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. শহিদুল্লাহ, প্রধান শিক্ষক মো. হায়দার আলী, ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান মো. ইলিয়াস হোসেন, আঞ্জুমান মুফিদুলের উপ-পরিচালক (আইটি) মো. হেলাল উদ্দিন, ইঞ্জিনিয়ার মো. সামছুজ্জামান, সদস্য সচিব আরিফুল ইসলাম রিপন, মিজানুর রহমান ডিকেন, কম্পিউটার প্রশিক্ষক মো. আশফাক, ফিজিওথেরাপিষ্ট গৌতম মন্ডল, ম্যানেজার মো. আমজাদ হোসেন, সহকারী অধ্যাপক এমদাদুল হক, প্রভাষক মো. রিপন আলী, ক্রীড়া শিক্ষক অনিরুদ্ধ কুমার বাহাদুর, যুবদল নেতা সাইফুল ইসলাম রিমন, সাবেক ছাত্রনেতা এস এম মিজানুর রহমান, সাজ্জাদ হোসেন লিপন, আসমান, সেলিম শেখ, হান্নান, রনি, বক্কার, বাবু, সালমান শেখ প্রমুখ। প্রধান অতিথি ১৫০ জন অসহায় হত দরিদ্রদের মাঝে কম্বল বিতরণ করেন। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা এবং মরহুম এসএম দলিল উদ্দিন ও আসমাতুনন্নেছা লক্ষ্মী বিবির জন্য দোয়া মোনাজাত করেন বাইতুল মামুর জামে মসজিদের খতীব মাওলানা আয়ুব আলী।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button