স্থানীয় সংবাদ

শোককে শক্তিতে রূপান্তর করে ঐক্যবদ্ধ থেকে দেশ গঠনে ভুমিকা রাখতে হবে

# পাইকগাছায় খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া মাহফিলে মনিরুল হাসান বাপ্পী #

স্টাফ রিপোর্টার ঃ বেগম খালেদা জিয়া দেশের স্বার্থ রক্ষায় সর্বোচ্চ ভূমিকা রাখায় সকলের কাছে দেশনেত্রী হয়ে ছিলেন। তিনি একাধিকবার হামলা মামলা জেল-জুলুমের শিকার হয়েও আমৃত্যু গণতন্ত্র প্রতিষ্ঠায় সংগ্রাম করেছেন। জনগণের ভালোবাসায় সিক্ত হয়ে তিন বার প্রধানমন্ত্রী সহ পাঁচ নির্বাচনে অংশগ্রহণ করে অপরাজিত ছিলেন। আজ তাঁর রুহের মাগফিরাত কামনা করছি, পাশাপাশি সকলে তাঁর আদর্শকে অনুসরণ করে শান্তি ও ঐক্যের আহ্বান জানাচ্ছি। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথি খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের সংসদ সদস্য প্রার্থী এস এম মনিরুল হাসান বাপ্পী একথা বলেন। শনিবার বিকেল সাড়ে ৪টায় পাইকগাছা উপজেলার চাঁদখালী ইউনিয়ন বিএনপির সহ অঙ্গসহযোগী সংগঠনের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল উপজেলা বিএনপি আহবায়ক ডা. আব্দুল মজিদের সভাপতিত্বে ও উপজেলা বিএনপি সদস্য সচিব এসএম ইমদাদুল হক সঞ্চালনায় চাঁদখালী ইউনিয়ন পরিষদের সামনে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আপোষহীন দেশনেত্রীর দোয়া অনুষ্ঠানে দাঁড়িয়ে আপনাদের প্রতি আহবান, দলের ঐক্য ও শক্তি বজায় রেখে নির্বাচনী প্রক্রিয়ার আগে দলের নেতাকর্মীদের মনোবল বৃদ্ধি করে সামনে অগ্রসর হবেন। দেশের জন্য দেশনেত্রী যে ত্যাগ করেছেন, আমরা আশাবাদী ভবিষ্যতেও বিভিন্ন এলাকায় এই ধরনের দোয়া ও মিলাদ মাহফিল আয়োজন করা হবে। এর মাধ্যমে দলের ইতিহাস ও নেত্রী বেগম খালেদা জিয়ার অবদান নতুন প্রজন্মের কাছে তুলে ধরা হবে।
তিনি আরও বলেন, আপনার সকলেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য সকল ধর্মের বর্ণের শ্রেনীপেশার জনসাধারণ নিজ নিজ অবস্থান থেকে বিশেষ প্রার্থনা করবেন। জিয়া পরিবার সব সময় দেশের ক্রান্তিলগ্নে দেশ গঠনে সামনে থেকে নেতৃত্বে দিয়ে এসেছে। তেমনি আসন্ন সংসদ নির্বাচনে আপামর জনসাধারণের জনসমর্থন নিয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়ে নেত্রীর অসমাপ্ত কাজগুলো বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সম্পূর্ণ করবেন। সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক যুগ্ম-আহবায়ক আশরাফুল আলম নান্নু, সাবেক সাধারণ সম্পাদক এসএম এনামুল হক, পৌর বিএনপির সভাপতি আসলাম পারভেজ, সাবেক ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক তুষার কান্তি ম-ল, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ রুহুল কুদ্দুস, জেলা ওলামাদলের সদস্য সচিব আবু মুছা, উপজেলা মহিলাদলের সভাপতি লক্ষী রানীসহ উপজেলা বিএনপি, পৌর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, মহিলা দল, ওলামাদল ও ছাত্রদলের নেতারা।।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button