স্থানীয় সংবাদ

বাগেরহাটের ৪ টি আসনের ৫ জনের মনোনয়ন পত্র বাতিল : ২৭ জন বৈধ

# ত্রয়োাদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ #

বাগেরহাট প্রতিনিধি ঃ বাগেরহাটের ৪ টি আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য দাখিলকৃত ৩২ প্রার্থীর মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়েছে। যাচাই বাছাইয়ে ঋণ খেলাপি ও তথ্য প্রদানে জটিলতা থাকায় ৫জন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। জেলা রিটানিং কর্মকর্তা জেলা প্রশাসক গোলাম মোঃ বাতেন শনিবার দুপুরে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে সংবাদকর্মীদের এ তথ্য জানান। আসন ভিত্তিক তিনি বলেন, বাগেরহাট-১ (ফকিরহাট, মোল্লাহাট ও চিতলমারি উপজেলা) আসনে মোট ১১ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেন। যাচাই-বাছাই শেষে ৩জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়। বাতিল হওয়া প্রার্থীরা হলেন, স্বতন্ত্র প্রার্থী এস এম মুশফিকুর (ভোটের শতকরা হিসাবের গরমিল), ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুজিবুর রহমান শামীম (ঋণ খেলাপি), জাতীয় পার্টির প্রার্থী গোলাম সরোয়ার (ঋণ খেলাপি)। বাগেরহাট-২ (বাগেরহাট সদর ও কচুয়া উপজেলা): এ আসনে মোট ৮ জন প্রার্থীর মধ্যে লেবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)র প্রার্থী মো. হাসান ইমাম লিটুর মনোনয়নপত্র ঋণ খেলাপির কারণে বাতিল করা হয়। বাগেরহাট-৩ (রামপাল ও মোংলা উপজেলা) এ আসনে মনোনয়ন দাখিলকারী ৭ জন প্রার্থীর সকলের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ ও শরণখোলা উপজেলা) আসনে ৬ জন প্রার্থীর মধ্যে স্বতন্ত্র প্রার্থী কাজী খাইরুজ্জামান শিপনের মনোনয়ন বাতিল করা হয়েছে। কারন এ প্রার্থীর দাখিলকৃত ভোটারদের স্বাক্ষরে গরমিল ছিল। রিটানিঙ কর্মকর্তা আরো বলেন যাচাই-বাছাই প্রক্রিয়ায় নির্বাচন কমিশনের আইন ও বিধিমালা কঠোরভাবে অনুসরণ করা হয়েছে। ঋণ খেলাপি হওয়া এবং স্বতন্ত্র প্রার্থীদের ক্ষেত্রে প্রয়োজনীয় ভোটের তথ্যের গরমিল থাকায় ৫ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। বাতিলকৃত প্রার্থীরা নির্বাচন কমিশনে আগামী ৫ জানুয়ারি থেকে আপিল করতে পারবেন। প্রার্থীদের মনোনয়ন পত্র যাচাই-বাছাইয়ে পুলিশ সুপার হাসান চৌধুরী ও জেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মাদ আবু আনসারসহ প্রার্থীরা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button