বাগেরহাটের ফকিরহাটে বাস-ট্রাক সংঘর্ষে প্রাণ গেল একজনের

বাগেরহাট প্রতিনিধি ঃ বাগেরহাটের ফকিরহাট উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কে ট্রাকের ধাক্কায় যাত্রীবাহী বাস নিযন্ত্রণ হারিয়ে বাসের সুপারভাইজার নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন বাসের চালকসহ দুইজন। আর এ ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে খুলনা-ঢাকা মহাসড়কের ফকিরহাট উপজেলার পালেরহাট এলাকায়। নিহত মো. সেলিম শেখ (৪৫) বাসটির সুপার ভাইজার। সে খুলনার লবণচরা এলাকার মোহাম্মদ নগরের মোঃ আইউব আলী শেখের ছেলে। আহতরা হলেন বাসচালক মো. মুরাদ হোসেন (৪১) এবং যাত্রী সোহাগ হাওলাদার (৪৪)। তাদের খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের ভর্তি করা হয়েছে। ফকিরহাট থানা পুলিশ জানায়, শুক্রবার রাতে খুলনা থেকে ঢাকাগামী জিএস ট্রাভেলসের একটি বাস পালেরহাট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে। এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই বাসের সুপারভাইজার সেলিম নিহত হন। খবর পেয়ে ফকিরহাট ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ করে। আহতদের প্রথমে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্লে নেওয়া হয়। পরে সেখান থেকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ফকিরহাট ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা শাহাজান মিয়া বলেন, ‘ঘটনাস্থল থেকে একজন মৃত ও দুইজনকে গুরতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে গেছে। মোল্লাহাট হাইওয়ে থানার ওসি মো. আসাদুজ্জামান বলেন, ‘মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের নিকট হস্তাস্তর করা হবে। তবে ট্রাকটি পালিয়ে গেছে।#



