সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা সন্ত্রাস ও মাদক নির্মূল দেশের শান্তি ও উন্ময়নের জন্য গুরুত্বপূর্ণ-খুলনা পুলিশ সুপার

দিঘলিয়া (খুলনা) প্রতিনিধি ঃ দিঘলিয়া থানা আয়োজিত সুধী সমাবেশ ও মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখতে গিয়ে খুলনা পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমান বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা সন্ত্রাস ও মাদক নির্মূল দেশের শান্তি ও উন্নয়নে খুবই গুরুত্বপূর্ণ বিষয়। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে সমাজে শান্তি প্রতিষ্ঠায় কাজ করতে হবে। সমাজে শান্তি ও শৃঙ্খলা প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
তিনি গতকাল রবিবার (৪ জানুয়ারী) সকাল ১০ টায় দিঘলিয়া থানা কর্তৃক আয়োজিত সুধী সমাবেশ ও মতবিনিময় সভায় বক্তব্যে এ কথা বলেন।
খুলনার দিঘলিয়া থানার উদ্যোগে সামাজিক সম্প্রীতি, শান্তি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি সুদৃঢ় করার লক্ষ্যে “সুধী সম্প্রীতি সমাবেশ ও মতবিনিময় সভা” অনুষ্ঠিত হয়েছে। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও জনসচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে এ সমাবেশের আয়োজন করা হয়।
দিঘলিয়া থানা চত্বরে দিঘলিয়া থানা অফিসার ইনচার্জ মোঃ শাহ আলম এর সভাপতিত্বে ও ওসি তদন্ত প্রবীর কুমার বিশ্বাস এর সঞ্চালনায় অনুষ্ঠিত এ সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (খুলনা) এস এম আল বিরুনী এবং অতিরিক্ত পুলিশ সুপার (এ সার্কেল, খুলনা) মোহাম্মদ সাইফুল ইসলাম।
প্রধান অতিথি আরও বলেন, পুলিশ সবসময় জনগণের পাশে থেকে নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর। তিনি গুজব, উসকানি ও অপপ্রচারের বিরুদ্ধে সবাইকে সচেতন থাকার আহ্বান জানিয়ে বলেন, কোনো সমস্যা হলে আইন নিজের হাতে তুলে না নিয়ে দ্রুত পুলিশ ও প্রশাসনকে অবহিত করতে হবে। এ সময় উপস্থিত ছিলেন দিঘলিয়া উপজেলা বিএনপির সভাপতি এম সাইফুর রহমান মিন্টু, সাধারণ সম্পাদক আঃ রকিব মল্লিক, দিঘলিয়া উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আবুল হাসান, সেক্রেটারি মাওলানা মুশফিকুর রহমান, সহ সেক্রেটারি মোঃ ইসমাইল হোসেন, সেনহাটি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ ফরহাদ হোসেন, ইসলামী আন্দোলন, খেলাফত মজলিশের নেতৃবৃন্দসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষক, সুশীল সমাজের নেতৃবৃন্দ, নানা শ্রেণি পেশার মানুষ, উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ, উপস্থিত ছিলেন।
উপস্থিতিগণ তাঁদের বক্তব্যে সামাজিক সম্প্রীতি, পারস্পরিক সহনশীলতা ও সহযোগিতার মাধ্যমে যেকোনো সংকট মোকাবিলার ওপর গুরুত্বারোপ করেন।
সভা শেষে অংশগ্রহণকারীরা সামাজিক সম্প্রীতি রক্ষা, শান্তি বজায় রাখা এবং দিঘলিয়ায় সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।



