শীতের দাপটে জমে উঠেছে গরম কাপড় : ইলেকট্রনিক্স বাজার

শেখ ফেরদৌস রহমান : গেল কয়েক সপ্তাহ যাবৎ খুলনায় বেড়েছে শীতের প্রচন্ড দাপট বেড়েছে। গেল কয়েকদিন টানা চারদিন ছিলনা সূর্যের দেখা। আর এতে করে খুলনায় ফুটপাত থেকে শুরু করে শপিং মল, ইলেকট্রন্কি পণ্যের বাজারে বেড়েছে বেচা কেনা। নগরীর বিভিন্ন ইলেকট্রন্কি দোকানে দেখা যায় অন্যান্য পণ্যের তুলনায় ক্রেতারা বাসা-বাড়ীর জন্য গিজার, রুম হিটার বিক্রি বেশ বেড়েছে। সরেজমিনে দেখা যায় নগরীর শিবাড়ী মোড়, ময়লাপোতা মোড় এলাকায় ভিশন এম্প্ররিয়াম ইলেকট্রন্কি পণ্যের শো-রুমে গেল কয়েকদিন শীতের তিব্রতায় গিজার ও রুম হিটার ক্রয় করতে ক্রেতাদের বেশ সমাগম। এ বিষয়ে কথা হয় ডাঃ আবুল বাসারের সাথে তিনি বলেন, প্রচন্ড শীতের কারণে বাসা-বাড়ীতে একটু গরম হাওয়া ব্যবস্থার করতে রুম হিটার ক্রয় করছি। এছাড়া বাসায় গীজার আছে। আমার মনে হয় গেল বছরের তুলনায় এবছর একটু শীতের দাপট বেশি। একই কথা বলেন, বিক্রেতা মোঃ শাকিল হোসেন বলেন, এবছর শীতে এ পযন্ত প্রায় কয়েক লাখ টাকার মত গিজার, রুম হিটার বিক্রি হয়েছে। এছাড়া অন্যান্য কোন পণ্য বিক্রি হচ্ছেনা। শীতের কারণে ক্রেতার এসব পণ্যের দিক একুট ক্রেতারা ঝুঁকছে বেচা বিক্রি বেড়েছে। এছাড়া নগরীর বিভিন্ন এলাকায় মার্কেট, শপিং মল ও ফুটপাত সরেজমিনে ঘুরে দেখা যায়, বাহারি রং ও ডিজাইনের শীতের পোশাক টানিয়ে রাখা হয়েছে প্রায় প্রতিটি দোকানে। এছাড়াও থরে থরে সাজিয়ে রাখা হয়েছে বিভিন্ন সাইজ ও মানের জ্যাকেট, সোয়েটার, বে¬জার, হুডি, এমনকি মোটা কাপড়, সুইফ শার্ট, মেগি হাতা জ্যাকেট, মোটা কাপড়ের টি-শার্ট, মাফলার, জুতা , মোজা, ছোট বাচ্চাদের স্কুল সোয়েটার, কানটুপিসহ হরেক রকমের শীতবস্ত্র নগরী ডাকবাংলা এলাকায় এ- জব্বার মার্কেটে বিক্রেতা আলামিন হোসেন বলেন, হঠাৎ করে শীত বেড়ে গেছে। তাই গত কয়েক দিন ধরে শীতের পোশাক বিক্রি অনেক বেড়েছে। কয়েকদিন আগে যে পরিমাণ বিক্রি হতো, এখন তা দ্বিগুণ হচ্ছে। সব সময় তো আর ভালো বিক্রি হয়না। এবছর ক্রেতাদের উপস্থিতি বেশি। শীত কমলে আবার কমবে বেচা বিক্রি। একই কথা বলেন ক্রেতা মোঃ সোহেল রানা তিনি বলেন, এক সপ্তাহ ধরে শীতের তীব্রতা বেড়েছে। সবারই আগের বারের শীতের কাপড় ছিল। সেটাই পরতে শুরু করেছি। আমার ছেলের বয়স সাত বছর ও ছোট ছেলের দুই বছর। তাই শীতের নতুন পোশাকের জন্য বের হয়েছি ওদের পছন্দের জ্যাকেট কিনতে। এছাড়া সোনালী ব্যংক মোড় হতে হেরাজ মার্কেট পযন্ত সড়কের পাশে সন্ধার পর। ভ্রাম্ম্যমান ভ্যানে করে শীতের বিভিন্ন সামগ্রী বিক্রি করছে। আর চারপাশে ক্রেতাদের সমাগম। তবে সব জায়গায় গরম কাপড়ের চাহিদা বেড়েছে।



