নাগরিক যুব ঐক্য’র খুলনা নগর কমিটি গঠন

খবর বিজ্ঞপ্তি ঃ মানবিক গণতন্ত্র ও কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার প্রত্যয় নিয়ে গতকাল সন্ধ্যা ৬ টায় হোটেল মেট্রোতে নাগরিক যুব ঐক্যর খুলনা নগর শাখার কমিটি গঠন হয়। অনুষ্ঠানে কেন্দ্রীয় প্রতিনিধি হিসেবে যুব ঐক্যর যুগ্ম সমন্বয়কারী ফারুক হোসেন খান উপস্থিত ছিলেন। অন্যান্যের মধ্যে নাগরিক ঐক্য’র খুলনা জেলা শাখার সভাপতি এ্যাড. মোঃ আব্দুল মজিদ হাওলাদার, সহ-সভাপতি আনসার আলী বিশ^াস, নগর শাখার সহসভাপতি ক্রীড়া সংগঠন মোঃ মোস্তাকুজ্জামান, ইরানী খাতুন, নগর নারী ঐক্যর সদস্য সচিব পারভিন সুলতানা চুমকি, জেলা শাখার যুগ্ম সম্পাদক শেখ জামিরুল ইসলাম, নগর শাখার সাধারণ সম্পাদক কাজী মোতাহার রহমান বাবু, যুগ্ম সম্পাদক শেখ মাহামুদ হাসান, স্থানীয় বুদ্ধিজীবী এ্যাড. মোঃ মোমিনুল ইসলাম প্রমূখ উপস্থিত ছিলেন। নগর কমিটির কর্মকর্তার হচ্ছেন, আহবায়ক মোঃ আবু সাঈদ গাজী, সদস্য সচিব মোঃ শাকিল হোসেন, সদস্যবৃন্দ মোঃ রায়হান শেখ, আল-আমিন জমাদ্দার ও রাবেয়া আক্তার জোৎ¯œা। উল্লেখ্য আগামী ১২ রমজান কেসিসি সুপার মার্কেটের দোতলায় ইফতার মাহফিল অনুষ্ঠিত হবে। যুব ঐক্য’র কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।



