স্থানীয় সংবাদ

অনলাইন প্ল্যাটফর্মে ভুয়া পণ্য বিক্রির তথ্য দেখিয়ে কমিশনের নামে ৬ লাখ টাকা আত্মসাত মামলা

যশোর ব্যুরো ঃ অনলাইন প্ল্যাটফর্মে ভুয়া পণ্য বিক্রির তথ্য দেখিয়ে কমিশনের নামে ৬ লাখ ২০ হাজার টাকা আত্মসাতের অভিযোগে যশোর কোতোয়ালি থানায় একটি মামলা হয়েছে। মামলায় কক্সবাজারের রামু উপজেলার দক্ষিণ গোয়ালিয়া পালং গ্রামের নুরুল হকের ছেলে মোবারক হোসেন (২২)–কে আসামি করা হয়েছে। মামলার বাদী যশোর শহরের উপশহর এফ ব্লকের বাসিন্দা শেখ আসিফ (২৩) অভিযোগে উল্লেখ করেন, অনলাইনে পণ্য বিক্রির জন্য তিনি শপিফাই অ্যাকাউন্ট চালু করেন। ফেসবুক ও ইনস্টাগ্রামের মাধ্যমে পরিচয়ের পর আসামি নিজেকে নেটওয়ার্ক নামে একটি অনলাইন প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত দাবি করে পণ্য বিক্রির প্রস্তাব দেন এবং ২০ শতাংশ কমিশনের শর্তে কাজ শুরু হয়। পরে ভুয়া সেল দেখিয়ে প্রোডাক্ট শিপিংয়ের নামে বিভিন্ন সময় তার কাছ থেকে মোট ৬ লাখ ২০ হাজার টাকা নেওয়া হয়। পরবর্তীতে কোনো অর্থ ব্যাংকে না আসায় যোগাযোগ করলে আসামি যোগাযোগ বন্ধ করে দেন এবং হুমকি দেন বলে অভিযোগ করা হয়। কোতোয়ালি থানার তদন্তকারী কর্মকর্তা এসআই দেবব্রত ঘোষ জানান, মামলার কপি হাতে পাওয়ার পর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button