জাব্দিপুরে কালারানা গুলিবিদ্ধ : গুলির খোসা ও শটগান উদ্ধার

স্টাফ রিপোর্ট ঃ নগরীর খানজাহান আলী থানাধিন বউ বাজার এলাকায় রানা ওরফে কালারানা (৩৪) অজ্ঞাত সন্ত্রাসীদের গুলিতে গুরুতর আহত হয়েছে। গতকাল রাত আনুমান ৮টার দিকে অজ্ঞাতনামা সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে দুই রাউন্ড গুলি করে পালিয়ে যায় । স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হসপিটাল নিয়ে যায়। বর্তমানে আহত যুবক খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছে। আহত রানা আড়ংঘাটা থানাধিন তেলিগাতী হোসেন আলীর পুত্র। পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে খানজাহান আলী থানার যাব্দিপুর বউ বাজার এলাকায় রানা একটি চায়ের দোকানে বসে ছিল। এ সময় দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি করে। গুলির শব্দ পেয়ে পার্শ্ববর্তীরা এগিয়ে আসলে সন্ত্রাসীরা ঘটনাস্থল ত্যাগ করে।
পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হসপিটাল এ প্রেরণ করে। বর্তমানে আহত যুবক খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। জানা গেছে রানা পায়ে পিঠে গুলিবিদ্ধ হয়েছে। ঘটনার পরপরই খানজাহান আলী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনাস্থল থেকে গুলিসহ একটি দেশি তৈরি শার্টার গান উদ্ধার করেছে।
খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাওলাদার সানোয়ার হোসেন মাসুম বলেছেন দুর্বৃত্তদের গুলিতে রানা (২৮) নামে এক যুবক আহত হয়েছেন। তাকে উদ্ধার করে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে (খুমেক) ভর্তি করা হয়েছে। আহত যুবক রানার শরীরে গুলির আঘাত রয়েছে। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন আছেন এবং তার চিকিৎসার খোঁজখবর রাখা হচ্ছে। ঘটনার খবর পাওয়ার সাথে সাথেই এলাকায় পুলিশ পাঠানো হয়েছে। কারা এই ঘটনার সাথে জড়িত এবং কেন এই হামলা চালানো হয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। অপরাধীদের শনাক্ত করে গ্রেফতার করতে পুলিশের একাধিক টিম কাজ শুরু করেছে



