স্থানীয় সংবাদ

খুলনার উপকুল অঞ্চলে ৩০ভাগ কৃষি জমি লবণাক্ততায় ফসল হচ্ছে না

# পরিবেশ ও পরিবেশ আইন বিষয়ক প্রশিক্ষণে বক্তারা #

স্টাফ রিপোটারঃ খুলনার উপকুল অঞ্চলে ৩০ভাগ কৃষি জমি লবণাক্ততায় ফসল হচ্ছে না। এতে করে ৫০ হাজারা মানুষ বেকার হয়ে পড়েছে। ২০৫০- সাল নাগাদ এ অঞ্চলের ১ লাখ ৩০- হাজার মানুষ বাস্তুচ্যুৎ হয়ে পড়বে। সুন্দর বনে সুন্দরী গাছ কমছে আর বাড়ছে গেওয়া গাছ। যা হরিণের খাবার সংকট ক্রমে বাড়ছে। শব্দ দুষণেল কারণে ৩০ ভাগ মায়েরা সন্তান ধারণের ক্ষমতা হারাচ্ছে। আলোর দুষনের কারণেও মায়েরা সন্তান ধারণের ক্ষমতা হারাচ্ছে। বায়ু দুষণের কারণে মানুষের গড় আয়ু ৭ বছর ৭ মাস কমছে। নদী জীবন্ত সত্বা । তা রক্ষা করতে সরকার ব্যর্থতার পরিচয় দিচ্ছে। দখলদার আর দুষণকারীরা সমান ভাবে তাদের কার্যক্রম অব্যাহত রেখেছে। খুলনার ময়ুর নদ রক্ষায় কেসিসি ব্যর্থতার পরিচয় দিয়েছে। এ নদে ফেরেনি পানি প্রবাহ। পানি প্রবাহ ঠিক থাকলে দখল দুষণ কমতো। পরিবেশ ও পরিবেশ আইন বিষয়ক ৭ও ৮ জানুয়ারী প্রশিক্ষণে এসব তথ্য তুলে ধরা হয়। পরিবেশ আইনবিদ বেলা সাতক্ষীরা অগ্রগতি ট্রেনিং সেন্টারে এ প্রশিক্ষণের আয়োজন করে। পরিশিক্ষণে ফোকাল পার্সনের দায়িত্ব পালন করেন বেলার বিভাগীয় সমন্বয়কারী মাহফুজুর রহমান মুকুল। অংশ নেন মোজাফ্ফর ফয়সাল, শাফায়েত হোসেন,মৃনাল কুমার সরকার, আবু হুরাইরা, সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আশরাফুল আলম, সাতক্ষীরা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ আসাদুজ্জামান, আসাদুল্লহেল গালিব প্রমূখ। খুলনা,সাতক্ষীরা, বাগেরহাট জেলা থেকে পরিবেশ কর্মীরা এ প্রশিক্ষণে অংশ নেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button