মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র খুলনার প্রাক্তন প্রশিক্ষণার্থীদের পূর্ণমিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান

খানজাহান আলী থানা প্রতিনিধি ঃ খুলনা মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অ্যাসেট প্রকল্পের ভর্তি প্রচারণা, প্রাক্তন প্রশিক্ষনার্থীদের পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল ৮ জানুয়ারী বৃহস্পতিবার প্রতিষ্ঠানের উন্মুক্ত মঞ্চে বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্যে দিয়ে দিনব্যাপী এ আয়োজন করেন খুলনা মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র খুলনার অধ্যক্ষ(ভারপ্রাপ্ত) মির্জা ফিরোজ হাসান । অ্যাসেট প্রকল্পের প্রাক্তন প্রশিক্ষনার্থীদের উপস্থিতিতে প্রতিষ্ঠানে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। প্রথমবারের মতো এ অনুষ্ঠানকে ঘিরে উৎসবে মেতে ওঠেন প্রতিষ্ঠানের অ্যাসেট প্রকল্পের সাবেক প্রশিক্ষণার্থীরা। প্রশিক্ষণকালীন পরিচিত মুখগুলো দীর্ঘদিন পর কাছে পেয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন অনেকেই। সবাই যেন খুঁজে ফিরছিলেন পুরোনো সব স্মৃতি। অনেকে আবার স্মৃতিটাকে ধরে রাখতে এক ফ্রেমে নিজেদের আবদ্ধ করতে মেতে ওঠে ফটো সেশানে। গানে-আড্ডায়-স্মৃতিচারণায় মুখর হয়ে ওঠে প্রতিষ্ঠান প্রাঙ্গণ। প্রতিষ্ঠানের হিসাব রক্ষক মোঃ শাহিনুর রহমানের উপস্থাপনায় এ সময় প্রতিষ্ঠানের ইন্সপেক্টর জিনাত রেহানা, হালিমা খাতুন, ইন্সপেক্টর হাফিজুর রহমান, বাবুল হোসেনসহ প্রতিষ্ঠানের শিক্ষক কর্মকর্তা-কর্মচারী ও প্রশিক্ষনার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে গান পরিবেশন করেন বিবাদী খুলনার সাংস্কৃতিক সংগঠন। উল্লেখ্য ২০২২ সালে অ্যাসেট প্রকল্পটি শুরু হয়। অ্যাসেট প্রকল্পে এ পর্যন্ত ৭টি ব্যাচ প্রশিক্ষণ কার্যক্রম শেষ করে অষ্টম ব্যাচের ভর্তি কার্যক্রম চলছে।



