দেশনেত্রীর আদর্শই আমাদের অনুপ্রেরণা : রকিবুল ইসলাম বকুল

স্টাফ রিপোর্টার ঃ বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত ও পরকালীন শান্তি কামনায় খুলনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকালে নগরীর পূর্ব বয়রাবাসী ঐক্য সংগঠনের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে কেন্দ্রীয় বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক ও খুলনা-৩ আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল বলেন, দেশ ও গণতন্ত্রের জন্য বেগম খালেদা জিয়ার ত্যাগ অবিস্মরণীয়। দেশনেত্রীর আদর্শই আমাদের প্রেরণা। আজ আমরা সমবেত হয়েছি তাঁর আত্মার মাগফেরাত কামনায়। আল্লাহ যেন তাঁকে জান্নাতবাসী করেন এবং দেশবাসীকে এই শোক সইবার শক্তি দেন। বিশিষ্ট সমাজসেবক শেখ আবু বকরের সভাপতিত্বে এবং এস এম সরোয়ার হিয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত মাহফিলে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সাবেক সভাপতি ও খুলনা-২ আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু।
এ সময় দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মনা, সাংগঠনিক সম্পাদক শেখ সাদী এবং সাবেক যুগ্ম আহ্বায়ক মো. চৌধুরী শফিকুল হোসেন। ধর্মীয় গুরুদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি নেতা স.ম. রহমান, টাউন জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মো. সালেহ এবং ইমাম পরিষদের সহকারী মহাসচিব মুফতি জিহাদুল ইসলাম। অনুষ্ঠানে আরও অংশ নেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক সাইফুল ইসলাম, আবু সাইদ শরীফ, আতিয়ার রহমান এবং মোস্তফা হোসেন ভুট্টোসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। মাহফিল শেষে মরহুমার রুহের মাগফেরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। এর আগে গতকাল বুধবার রাতে খুলনা সিটি কর্পোরেশনের ৬ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মরহুম আলহাজ্ব শেখ শওকত আলীর রুহের মাগফেরাত কামনায় স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মরহুমের নিজ বাসভবন চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। মরহুমের জ্যেষ্ঠ পুত্র শেখ শামসুল আলম মিল্টনের সভাপতিত্বে ও শেখ ইব্রাহিম হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় ছাত্র বিষয়ক সম্পাদক ও খুলনা-৩ আসনের সাবেক ধানের শীষের প্রার্থী আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল। স্মরণ সভা শেষে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। দোয়া মাহফিলে স্থানীয় বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।



