স্থানীয় সংবাদ

ওব্যাট প্রাইমারি স্কুল সবুজপল্লী গিলাতলা কর্তৃক আয়োজিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৬

স্টাফ রিপোটার ঃ ওব্যাট প্রাইমারি স্কুল সবুজপল্লী গিলাতলা কর্তৃক আয়োজিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৬ গতকাল ওব্যাট টিউপোরিং সেন্টার গিলাতলার মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খানজাহান আলী আদর্শ মহাবিদ্যালয়ের অধক্ষ্য এস এম এ দাউদ। অনুষ্ঠানের উদ্ভোধক অতিথি ছিলেন আটরা শ্রিনাথ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহসিন বিশ^াস । বিশেষ অতিথি ছিলেন ফুলতলা আইডিয়াল মডেল স্কুলের প্রিন্সিপাল গাউসুল আযম হাদি । ফুলতলা উপজেলা বেসরকারী শিক্ষক সমিতির সেক্রেটারী ও এজি এম প্রি ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক খান শাহাদত হোসেন। এশিয়ান টেলিভিশনের রিপোর্টার সাংবাদিক সাইফুল্লাহ তারেক, সাংবাদিক মিহির রজ্ঞন বিশ^াস। ওব্যাট হেল্পার্স প্রজেক্ট অফিসার খুলনা এম হুমায়ুন কবিরের সভাপতিত্বে শুভেচ্ছা বক্তব্য রাখেন ওব্যাট প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক সাবরিনা আফরিন সহ স্কুলের সকল শিক্ষকবৃন্দ। ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানের সার্বিক তত্বাবাধনে ছিলেন ওব্যাট থিংক ট্যাকং গিলাতলার সকল সদস্যবৃন্দ।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button