স্থানীয় সংবাদ

যশোরে বিএনপি নেতা আলমগীর হত্যার ঘটনায় ভাড়াটে খুনি আটক

যশোর ব্যুরো ঃ যশোরে বিএনপি নেতা আলমগীর হোসেন হত্যা মামলার ভাড়াটে খুনি (মূল শুটার ) ত্রিদিব চক্রবর্তী মিশুককে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি পুলিশ)। বুধবার ৭ জানুয়ারী সন্ধ্যায় শহরের বেজপাড়া মন্দির সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়। ত্রিদিব ওই এলাকার চিরুনি কল সংলগ্ন মালতী চক্রবর্তীর ছেলে। ৮ জানুয়ারী বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হলে তিনি হত্যাকা-ের দায় স্বীকার করে জবানবন্দি দেন। বিচারক তার জবানবন্দি গ্রহণ শেষে তাকে কারাগারে পাঠানোর আদেশ প্রদান করেন। ডিবির এসআই অলক কুমার দে (পিপিএম) সাংবাদিকদের জানান, ঘটনাস্থলসহ আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে প্রথমে তাকে শনাক্ত করা হয়। পরবর্তীতে তথ্যপ্রযুক্তির সহায়তায় মোবাইল ফোন ট্যাকিংয়ের মাধ্যমে তার অবস্থান নিশ্চিত করে তাকে আটক করা হয়। আদালত ও পুলিশ সূত্র জানায়,জবানবন্দিতে ত্রিদিব হত্যার দায় স্বীকারের পাশাপাশি জানান এই হত্যাকা-ের মূল পরিকল্পনাকারী ছিলেন ‘জামাই’ পরশ ও তার সহযোগী সাগর। উল্লেখ্য, গত ৩ জানুয়ারি রাতে নিজ এলাকায় প্রকাশ্যে বিএনপি নেতা আলমগীর হোসেনকে মোটরসাইকেল থেকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় নিহত আলমীর হোসেনর স্ত্রী শামীমা বাদী হয়ে পরশ ও সাগরসহ অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে কোতয়ালি থানায় মামলা দায়ের করেন। মামলার পর থেকেই ডিবি পুলিশ মূল শুটারকে গ্রেপ্তারে অভিযান শুরু করে। বিচারক অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আছাদুল ইসলাম তার জবানবন্দি গ্রহণ শেষে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button