ফেলানী হত্যার ১৫ বছর: আধিপত্যবিরোধী মার্চ ও বিক্ষোভ সমাবেশ

যশোর ব্যুরো ঃ ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক সীমান্তে কিশোরী ফেলানী হত্যার ১৫ বছর পূর্তি উপলক্ষে যশোরে আধিপত্যবিরোধী মার্চ ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে যশোর শহরের দড়াটানা ভৈরব চত্বরে এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), যশোর জেলা। এতে দলটির জেলা ও বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীরা অংশগ্রহণ করেন।
সমাবেশে বক্তারা বলেন, ২০১১ সালের ৮ জানুয়ারি কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার অনন্তপুর সীমান্তে ভারতীয় বিএসএফের গুলিতে কিশোরী ফেলানী নির্মমভাবে নিহত হন। ঘটনার ১৫ বছর পার হলেও এ হত্যার ন্যায়বিচার আজও নিশ্চিত হয়নি। তারা সীমান্তে বাংলাদেশি নাগরিক হত্যার ঘটনায় গভীর ক্ষোভ ও প্রতিবাদ জানান।
বক্তারা আরও বলেন,সীমান্তে নিরস্ত্র বাংলাদেশি নাগরিকদের ওপর গুলি চালানো আন্তর্জাতিক আইন ও মানবাধিকারের চরম লঙ্ঘন। অবিলম্বে এ ধরনের হত্যাকা- বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং ফেলানী হত্যার বিচার নিশ্চিত করার দাবি জানান তারা।
সমাবেশ শেষে নেতাকর্মীরা আধিপত্যবিরোধী বিভিন্ন স্লোগান দেন এবং সীমান্তে হত্যাকা-ের বিরুদ্ধে সচেতনতা গড়ে তোলার আহ্বান জানান।



