ডুমুরিয়ার টোলনায় মৃত্যুর ৫ দিন পরে মায়ের লাশ গণকবর থেকে তুলে নিজ ঘরে দাফন

স্টাফ রিপোর্টার : খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার টোলনা কুমোদী গ্রামের আলাউদ্দিন বিশ্বাসের মায়ের লাশ ৫দিন পরে গণকবর থেকে তুলে নিজ ঘরে কবর খুড়ে দাফন করেন। এলাকাবাসি মোজাম্মেল হোসেন জানান,হঠাৎ সকালে কবরে লাশ না পেয়ে সবাই ভেবেছে চুরি করে নিয়ে গেছে। পরে খোজাখুজি করে আমরা জানতে পারি আলাউদ্দিন বিশ^াস তার মায়ের লাশ নিয়ে গেছে। টোলনা গ্রামের কুমুদি এলাকায় আলাউদ্দিন বিশ্বাসের মা গত শনিবার দুপুরে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন। পরে তার পিতা ও পরিবারের সদস্যরা এলাকার গণকবর স্থানে জানাজা শেষে দাফন সম্পন্ন করেন। আলাউদ্দিন বিশ্বাস মায়ের মৃত্যু কষ্ট সইতে না পেরে বুধবার গভীর রাতে কোন এক সময় টোলনা কবরস্থান থেকে নিজে কাউকে না জানিয়ে মা’র লাশ তুলে এনে জামিরা-সাহাপুর সড়কের পাশে আলাউদ্দিন বিশ্বাসের নিজের ক্রয়কৃত জমির নিজে বসবাসের ঘরের মেঝেতে কবর খুঁড়ে দাফন করেন। আলাউদ্দিন বিশ্বাসের সাথে কথা হলে তিনি বলেন, আমার মা আমার জন্য কষ্ট করেছে,দশ মাস দশ দিন পেটে রেখেছে। তাই আমার মা আমাকে অসিয়ত করেছে আমাকে তোর কাছে রাখিস। তাই আমি আমার মাকে ওই কবর থেকে তুলে আমার ঘরের মধ্যে মাটি দিয়েছি। তাই মাকে আমার কাছে রেখেছি।তিনি বলেন,বুধবার রাতে কবর খুরে আমার ভ্যানে গাড়ীতে করে এনে আমার ঘরে দাফন করেছি। আমি অপরাধী হলে আল্লাহ তাআলা আমাকে যে বিচার করবে তাই মেনে নেব।বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।



