দৌলতপুর থানা নির্বাচন পরিচালনা প্রচার কমিটির পরিচিতি সভা ও দোয়া

স্টাফ রিপোর্টার : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দৌলতপুর থানা নির্বাচন পরিচালনা প্রচার কমিটির পরিচিতি সভা গতকাল সন্ধ্যায় দৌলতপুর থানা নির্বাচন পরিচালনা অফিসে অনুষ্ঠিত হয়। দৌলতপুর থানা নির্বাচন পরিচালনা প্রচার কমিটির আহবায়ক জাহিদ হাসান খসরু সভাপতিত্বে ও সদস্য সচিব মোঃ আল আমিন লিটন এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দৌলতপুর থানা বিএনপির সভাপতি এম মুরশিদ কামাল। এসময় আরো উপস্থিত ছিলেন মোঃ আনোয়ার হোসেন, মোঃ হান্নান মোড়ল, নারায়ন মিশ্র, জুবায়ের হাসান রাফি, মোঃ তানভীর আহমেদ, শাহাদুল্লাহ হোসেন জিকো, মোঃ জাকির, মোঃ কাজল হোসেন, মোঃ সজীব হাসান, রাজু হোসেন, মোঃ জাহাঙ্গীর হোসেন, মহিবুল ইসলাম সাম্মু, শ্রী শুশান্ত বিশ্বাস, মোঃজিয়া শেখ, আপন বিশ্বাস, শাকিল আহমেদ, রাজীব হোসেন, ইব্রাহিম হিমো, তাইজুল ইসলাম প্রমুখ। সভা শেষে উপস্থিত নেতৃবৃন্দ সাবেক তিনবারের প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাত করেন।



