স্থানীয় সংবাদ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আমরা খুলনাবাসীর আলোচনা সভায় বক্তারা

খবর বিজ্ঞপ্তি ঃ দেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও শান্তি পূর্ণ করার দাবিতে ৯ জানুয়ারী শুক্রবার বিকাল ৪টায় বৃহত্তর আমরা খুলনাবাসীর কার্যালয় সংগঠন সভাপতি ডাঃ মোঃ নাসির উদ্দিনের সভাপতিত্বে এবং মোঃ জামাল মোড়লের পরিচালনায় বক্তারা বলেন, গনভ্যুথান পরবর্তী রাজনৈতিক দল গুলির নেতৃবৃন্দের নামে কিছু কিছু মামলা প্রত্যহার হলে ও বহু মামলা বিচারাধীন,বিভিন্ন অন্চলে বি এন পি ও জামায়েতের প্রার্থীদের বিরুদ্ধে শত শত মামলা চলমান থাকায় তাদের নির্বাচনী প্রচার ব্যহত হচ্ছে। রাজনৈতিক প্রতিহিংসার দীর্ঘস্থায়ী প্রভাব নির্বাচনী প্রক্রিয়া কে দূর্বল করে দিচ্ছে। স্বতন্ত্র প্রাথী হিসাবে দাড়াতে গিয়ে ভোটারদের স্বাক্ষর সংক্রান্ত নিয়ম মানতে না পারায়,আবার অনেকেই দলীয় মনোনয়ন ছাড়াই দলীয় প্রার্থী হওয়ায় অনেকে বাদ পড়ায়,যতই দিন যাচ্ছে ততই আইনশৃংখলা অবনতি হওয়ায়,প্রার্থীদের হত্যার হুমকি, গুলবিদ্ধ হয়ে নেতাদের মৃত্যু কিংবা আহত হওয়ার ঘটনা প্রমান করে নির্বাচনী সহিংসতা আমাদের রাজনৈতিক সংস্কৃতির অংশ। অস্ত্র চোরাচালান,লুট হওয়া আগ্নেয়াস্ত্র উদ্ধার না হওয়া, জামিনে বেরিয়ে আসা সন্ত্রাসীদের পুনরায় সক্রিয় হয়ে উঠা সব মিলিয়ে নির্বাচনী সহিংসতার ঝুকি বহুগুনে বেড়েছে। আইন শৃঙ্খলা বাহিনীর দূর্বলতা, গোয়েন্দাদের তৎপরতার ঘাটতির ইঈিত দেয়। অবৈধ অস্ত্র উদ্ধার,সন্ত্রাসীদের কঠোর হস্ত নিয়ন্ত্রণ করা এখন সময়ের দাবি,রাজনৈতিক দলগুলিকে অভ্যান্তরিন শৃঙ্খলা জোরদার করা, প্রতিহিংসা মুলক রাজনৈতিক মামলা দ্রুত নিস্পত্তি করা। আইন শৃঙ্খলা বাহিনী কে নিরপেক্ষ ভাবে দায়িত্ব পালন করা। ঝুকিপূর্ন কেন্দ্র গুলি চিন্হিত করে কঠোর ব্যবস্থা গ্রহন করা,প্রত্যেক কেন্দ্রে সিসিটিভির আওতায় আনা। নির্বাচনের পূর্বে ৪দিন ও পরের ৭ দিন সেনাবাহিনী মোতায়েন। নির্বাচনের বিজয়ী প্রার্থীর বিজয় মিছিল না করা,নির্বাচনে সংশ্লিষ্ট সকলকে প্রশাসনের সহযোগিতা করা।কারো বিরুদ্ধে অভিযোগ থাকলে নির্বাচন থেকে দুরে রাখা। প্রশাসন কে সততার সাথে নির্ভয় নিরপেক্ষ ভাবে দায়িত্ব পালন করার আহব্বান জানিয়ে বক্তিতা করেন,মোঃ সিরাজ উদ্দিন সেন্টু,মোঃ কামরুল ইসলাম কামু,সাবেক অধ্যক্ষ এস এম সাইফুদ্দোহা, সাধারণ সম্পাদক এস এম মাহাবুবুর রহমান খোকন, মোঃ কামরুল ইসলাম ভুট্টো, সাংগঠনিক সম্পাদক মোঃ সাকিল আহমেদ রাজা, মোঃ জাহাঙ্গীর চৌধুরী টিপু, তালুকদার মোঃ হেলালুজ্জামান, লিটন মিত্র। মোঃ মনিরুজ্জামান মিলন, মোঃ মামুন অর রশিদ মোঃ রেজওয়ান হোসেন, মোঃ মেজবাহ উদ্দিন পাপ্পু, মোঃ আবু বক্কার, মোঃ আজমল হোসেনসহ প্রমুখ।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button