যশোরে নেশাগ্রস্ত স্বামীর মারধরের শিকার হয়ে এক নারী আইনজীবী আহত

যশোর ব্যুরো ঃ যশোরে নেশাগ্রস্ত স্বামীর মারধরের শিকার হয়ে এক নারী আইনজীবী গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার ৮ জানুয়ারি সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে। বর্তমানে তিনি যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মহিলা সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।
আহত নারী আইনজীবীর নাম অনিকা সরকার (২৭)। তিনি যশোর জজ কোর্টের একজন অ্যাডভোকেট। অনিকা সরকার কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার বাসিন্দা। তার পিতা আব্দুল আজিজ সরকার। অভিযুক্ত স্বামী আসাদুজ্জামান (৩০),যশোরের মনিরামপুর উপজেলার মোরশেদ নগর গ্রামের লিয়াকত আলী মোড়লের ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, ফেসবুকে পরিচয়ের সূত্র ধরে অনিকা সরকার যশোরে এসে আসাদুজ্জামানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। বিয়ের পর তারা যশোর শহরের পুলেরহাট এলাকায় কিশোর কারাগারের পাশের একটি ভাড়া বাসায় বসবাস শুরু করেন। তবে বিয়ের পর থেকেই নেশাগ্রস্ত স্বামীর নির্যাতনের শিকার হচ্ছিলেন অনিকা সরকার।
বৃহস্পতিবার সন্ধ্যায় পারিবারিক কলহের জেরে নিজ বাসার ভেতরে কথা কাটাকাটির একপর্যায়ে আসাদুজ্জামান কিল-ঘুষি ও লাঠি দিয়ে অনিকার শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন।
নির্যাতন সহ্য করতে না পেরে অনিকা সরকার জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করেন।খবর পেয়ে ঘটনাস্থলে দুইজন পুলিশ সদস্য উপস্থিত হয়ে তাকে উদ্ধার করেন। পরে স্থানীয় একটি রিকশাযোগে তাকে যশোর হাসপাতালে পাঠানো হয়। রিকশাচালকই তাকে হাসপাতালে নিয়ে আসেন বলে জানা গেছে।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. রাহুল ঘোষ জানান,অনিকা সরকারের শারীরিক অবস্থা বর্তমানে আশঙ্কামুক্ত। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত স্বামী আসাদুজ্জামান দীর্ঘদিন ধরে ইয়াবাসহ বিভিন্ন মাদকাসক্ত এবং প্রায়ই স্ত্রীকে মারধর করতেন।
এ ঘটনায় যশোর উকিল বার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এম.এ.গফুর বলেন,অনিকা সরকার আমাদের সদস্য। বিষয়টি আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছি। খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় সাংগঠনিক ও আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।



