স্থানীয় সংবাদ

প্রান্তিক জনগোষ্ঠীর সুবিধাবঞ্চিত মানুষের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এবং স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে এ ধরনের আয়োজন বিশেষ ভূমিকা রাখে

# খানজাহান আলী থানা বিএনপির ফ্রি বিশেষায়িত মেডিকেল ক্যাম্প পরিদর্শনেকালে বকুল #

খানজাহান আলী থানা প্রতিনিধি ঃ খুলনা ৩ আসনে ধানের শীষের প্রার্থী ও কেন্দ্রীয় বিএনপি’র ছাত্র বিষয়ক সম্পাদক আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল বলেছেন” দেশের প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এ ধরনের আয়োজন বিশেষ ভূমিকা রাখে। তিনি বলেন প্রত্যন্ত ও সুবিধাবঞ্চিত অঞ্চলে বিনামূল্যে স্বাস্থ্যসেবা, ওষুধ এবং বিশেষজ্ঞ পরামর্শ প্রদানের লক্ষ্যে এই ক্যাম্প আয়োজন করা যা সাধারণ মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বাড়াতে ও প্রাথমিক চিকিৎসা নিশ্চিত করতে বড় ভূমিকা রাখবে। তিনি প্রতিটি চিকিৎসা বুথ ঘুরে দেখেন, সেবাগ্রহণকারীদের সাথে কথা বলেন এবং অত্যন্ত আন্তরিকভাবে তাদের স্বাস্থ্যের খোঁজ-খবর নেন। মেডিকেল ক্যাম্প পরিদর্শন করে তিনি সন্তোষ প্রকাশ করে বলেন এটা যেন একটা মিনি হসপিটালে স্বাস্থ্যসেবা দেওয়া হচ্ছে। যেখানে বিনামূল্যে বিশেষজ্ঞ পরামর্শ (যেমন মেডিসিন, গাইনি, শিশু, কার্ডিওলজি), ওষুধ বিতরণ, ডায়াবেটিস পরীক্ষা, ইসিজি এবং ফিজিওথেরাপির মতো গুরুত্বপূর্ণ স্বাস্থ্য সেবা দেয়া হচ্ছে। ” তিনি গতকাল ৯ জানুয়ারি শুক্রবার বেলা সাড়ে ১১ টায় খানজাহান আলী থানাধিন খানাবাড়ি গার্লস হাই স্কুলে ফ্রি বিশেষায়িত মেডিকেল ক্যাম্প পরিদর্শনেকালে এ কথা বলেন। বিদ্যালয়ে ফ্রি বিশেষজ্ঞ মেডিকেল ক্যাম্প পরিদর্শনে আসলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এ রহিম আলহাজ্ব রকিবুল ইসলাম বকুলকে স্বাগত জানান। এসময় তার সাথে মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ সাদী, সাবেক যুগ্ম আহবায়ক মোঃ চৌধুরী শফিকুল হোসেন, খানজাহান আলী থানার বিএনপির সভাপতি কাজী মিজানুর রহমান, সাধারণ সম্পাদক আবু সাঈদ হাওলাদার আব্বাস, যোগীফল ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক শওকত হোসেন হিট্টু, সাংগঠনিক সম্পাদক ও ইউপি সদস্য মামুন শেখ, কেসিসি ২ নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক, থানা শ্রমিক দলের সভাপতি কাজী শহিদুল ইসলাম, স্থানীয় বিএনপি নেতা হেলাল শরীফ, মিজানুর রহমান, যুবদল নেতা শহিদুল ইসলাম সোহেল, আল আমিন হাওলাদার, থানা ছাত্রদলের বিপ্লব, সিয়াম, হাবু, বিএনপি নেতা মশিউর রহমান স্বপন, থানা ওলামা দলনেতা জাহিদুল ইসলাম সহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও বিদ্যালয়ের শিক্ষক, কর্মচারী ও সেবাগ্রহীতারা উপস্থিত ছিলেন। এর আগে আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল যোগিপোল ইউনিয়নের ৩ নং ওয়ার্ড, কেসিসি ১ নং ওয়ার্ডের খানাবাড়ী এলাকায় গণসংযোগ করে দলীয় নেতা কর্মীদের খোঁজখবর নেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button