১৭ জানুয়ারী সংসদ সদস্য প্রার্থীদের সাথে উন্নয়ন কমিটির সংলাপ

# ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন : খুলনাবাসির প্রত্যাশা #
খবর বিজ্ঞপ্তি ঃ শনিবার ১০ জানুয়ারী সন্ধ্যায় বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির এক সভা নগরীর যশোর রোডস্থ কাইফেং চাইনিজ রেষ্টুরেন্টে অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি শেখ আশরাফ উজ জামান এর সভাপতিত্বে ও মহাসচিব এ্যাড. শেখ হাফিজুর রহমান হাফিজ এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় আগামী ১৭ জানুয়ারী ২০২৬ বেলা ১১ টায় খুলনা প্রেসক্লাবে ত্রায়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য প্রার্থীদের সাথে “ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন:- খুলনাবাসির প্রত্যাশা” শীর্ষক নাগরিক সংলাপ আয়োজন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। উন্নয়ন কমিটির নেতৃবৃন্দ আগামী ১৭ জানুয়ারী নাগরিক সংলাগ অনুষ্ঠান সফল করার জন্য খুলনাবাসির প্রতি আহবান জানান। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মোঃ নিজামউর রহমান লালু, সহ-সভাপতি সাংবাদিক অধ্যাপক মোঃ আবুল বাসার, অধ্যক্ষ রেহানা আক্তার, অধ্যাপক মোঃ আযম খান, মোঃ খলিলুর রহমান, মামুনুরা জাকির খুকুমনি, যুগ্ম মহাসচিব মোঃ মনিরুজ্জামান রহিম, অর্থসম্পাদক শেখ গোলাম সরোয়ার, শ্রম সম্পাদক শেখ আব্দুস সালাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক প্রকৌশলী রফিকুল আলম সরদার, তথ্য ও গবেষণা সম্পাদক শেখ আরিফ নেওয়াজ, শিক্ষা সম্পাদক বিশ্বাস জাফর আহমেদ, ক্রীড়া সম্পাদক জি এম রেজাউল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক মোঃ হায়দার আলী, যুব ও ছাত্র বিষয়ক সম্পাদক মনজুর হাসান অপু, দপ্তর সম্পাদক রকিব উদ্দিন ফারাজী, মৎস্য বিষয়ক সম্পাদক এস এম মুর্শিদুর রহমান লিটন, নির্বাহী সদস্য মোরশেদ উদ্দিন প্রমুখ।



