স্থানীয় সংবাদ
যশোর অভয়নগরে ভৈরব নদী থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

যশোর ব্যুরো ঃ যশোরের অভয়নগরের ভৈরব নদী থেকে ভাসমান অবস্থায় এক নবজাতক কন্যা শিশুর মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ।
শনিবার ১০ জানুয়ারি দুপুর আড়াইটার দিকে অভয়নগর উপজেলার ভাঙ্গাগেট এলাকায় রাজ টেক্সটাইল মিলসংলগ্ন ভৈরব নদীর ঘাটে স্থানীয়রা নদীতে একটি নবজাতকের মরদেহ ভাসতে দেখে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করেন।
খবর পেয়ে অভয়নগর নৌ পুলিশের ইনচার্জ এসআই রনজিত কুমার সেন সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছে নদী থেকে মৃত অবস্থায় নবজাতক কন্যা শিশুটিকে উদ্ধার করেন। উদ্ধারকৃত শিশুটির বয়স আনুমানিক দুই দিন বলে ধারণা করা হচ্ছে। শিশুটির পরিচয় এখনো জানা যায়নি।
নৌ পুলিশ সূত্র জানায়, মরদেহটি উদ্ধার করে ঘটনাস্থলে রাখা হয়েছে এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।



