স্থানীয় সংবাদ

এক দিনের গণতন্ত্র নয়, স্থায়ী গণতন্ত্র প্রতিষ্ঠায় হ্যাঁ-তে ভোট দিন

# সুজনের বিভাগীয় নির্বাচনী সংলাপে বদিউল আলম মজুমদার #

স্টাফ রিপোর্টারঃ সুজনের কেন্দ্রীয় সম্পাদক ও নির্বাচন সংস্কার কমিশনের সাবেক প্রধান ড. বদিউল আলম মজুমদার বলেছেন, অবাধ, স্বচ্ছ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশের মানুষ একদিনের গণতন্ত্র পেতে পারেন। এ গণতন্ত্রের স্থায়ী রূপ দিতে আসন্ন নির্বাচনে হ্যাঁ-তে ভোট দেয়ার কোন বিকল্প নেই। নির্বাচনে হ্যাঁ জিতলে দেশে সুশাসন, ন্যায় বিচার, ধনী দরিদ্রের বৈষম্য, কালোটাকার বাহাদুরী। বাজার সিন্ডিকেট, ক্ষমতার অপব্যবহার অনেকাংশে কমবে। ভোট ডাকাতি চিরতরে নির্বাসনে যাবে। দুর্বৃত্তায়নের রাজনীতি হ্রাস পাবে। সোনার বাংলা গড়তে সহজ হবে। আবারো দেশে ফিরে আসবে ইনসাফের সমাজ ব্যবস্থা। গতকাল সকালে খুলনায় সুজনের বিভাগীয় নির্বাচনী সংলাপে অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। গণঅভ্যুত্থানের মূল আকাংখা ছিল সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায় বিচারভিত্তিক কর্তৃত্ববাদমুক্ত একটি গণতান্ত্রিক বাংলাদেশ। এই আকাংখাকে সামনে সুজন দীর্ঘদিন থেকে কার্যক্রম পরিচালনা করছে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারও রাষ্ট্র সংকারের লক্ষ্যে ১১টি সংস্কার কমিশন গঠন করেছিল এবং পরবর্তীতে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে ধারাবাহিক সংলাপের পর গত ১৭ অক্টোবর জুলাই জাতীয় সনদ স্বাক্ষরিত হয়। পাশাপাশি ১৩ নভেম্বর ‘জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ’২৫’ জারি করা হয় এবং একইদিনে জাতীয় নির্বাচন ও গণভোটের ঘোষণা দেয়া হয়। বাংলাদেশ নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১২ ফেব্রুয়ারি’১২ একইসাথে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলো নির্বাচনী ইশতেহার ঘোষণা করবে। আমরা চাই রাজনৈতিক দলসমূহের নির্বাচনী ইশতেহারে আমাদের প্রিয় মাতৃভূমিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার অঙ্গীকারসমূহ সুস্পষ্টভাবে উল্লেখ থাকুক। আমাদের এই প্রত্যাশাকে ধারণ করে আমরা রাজনৈতিক দল এবং নাগরিক সমাজের প্রতিনিধিদের সাথে মতবিনিময় করতে চাই। এ লক্ষ্যে ৮টি বিভাগে ৮টি বিভাগীয় সংলাপের আয়োজন করা হয়েছে। এই প্রক্রিয়ার অংশ হিসেবে ‘গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা, সংস্কার ও নির্বাচনী ইশতেহার’ শীর্ষক খুলনা বিভাগের বিভাগীয় সংলাপটি শনিবার সকাল ১০টায়, সিএসএস আভা সেন্টার এ, অনুষ্ঠিত হয়। বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ নাগরিক সমাজের প্রতিনিধিদের অংশগ্রহণে অনুষ্ঠিত সংলাপটিতে সুজন-এর কেন্দ্রীয় সম্পাদক ও প্রধান নির্বাহী ড. বদিউল আলম মজুমদার প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন করেন সুজনের জেলা কমিটির সভাপতি অধ্যক্ষ জাফর ইমাম, বক্তৃতা করেন বিএনপি দুই আসনের প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু, , জামায়াত খুলনা ৩নং আসনে প্রার্থী অধ্যাপক মাহফুজুর রহমান, জামায়াত ২ আসনের প্রার্থী এড, জাহাঙ্গীর হোসেন হেলাল, গণতান্ত্রিক যুক্ত ফ্রন্টের ৩নং আসনের প্রার্থী জর্নাদন দত্ত নান্টু, খুলনা প্রেসক্লাবের আহবায়ক এনামুল হক, মেট্রোলের সাংবাদিক ইউনিয়ন খুলনা সভাপতি রাশেদুল ইসলাম, সুজনের বিভাগীয় সমন্বয়কারী মাসুদুর রহমান রঞ্জু, সুজনের জেলা কমিটির সম্পাদক এড. কুদরত ই খুদা, গণসঙ্গতি আন্দোলনের নেতা মনির চৌধুরি সোহেল, সিপিপি নেতা আব্দুর রশিদ, গণধিকার পরিষদের নেতা রাশিদুল হক প্রমূখ । পরে সুজন বন্ধুদের নিয়ে এক প্রশিক্ষণের আয়োজন করা হয়।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button