স্থানীয় সংবাদ

মামলায় এগিয়ে হেলাল, বার্ষিক আয়ে জামায়াতের কবিরুল

# হেলালের অস্থাবর সম্পদ থাকলেও নেই স্থাবর সম্পদ
# ১৮ লাখ টাকার স্থাবর সম্পদ রয়েছে ইউনুসের স্ত্রীর

স্টাফ রিপোর্টার ঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে খুলনার-৪ আসনে হলফনামা জমা দিয়েছে প্রার্থীরা। মনোনয়নপত্র যাচাই-বাাছাই শেষে ৫ প্রার্থীকে বৈধ ঘোষণা করা হয়েছে। প্রার্থীরা হলেন- বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী কেন্দ্রীয় নির্বাহি কমিটির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, ইসলামি আন্দোলনের মহাসচিব ইউনুস আহম্মেদ সেখ, জামায়াতে ইসলামির মোঃ কবিরুল ইসলাম, খেলাফত মজলিসের এস এম শাখাওয়াত হোসাইন, স্বতন্ত্র এস এম আজমল হোসেন। প্রার্থীদের হলফনামা পর্যালোচনা করে দেখা যায়, বিএনপি’র এস কে আজিজুল বারী হেলালের শিক্ষাগত যোগ্যতা বিএসসি (অনার্স)। ৫৫টি মামলায় খালাস, প্রত্যাহার ও অব্যাহতি পেয়েছেন তিনি। বার্ষিক আয় ৬ লাখ ২৯ হাজার ৭২৬ টাকা। তাঁর ৫৩ লাখ ৯৩ হাজার ৮৮৯ টাকার অস্থাবর সম্পদ রয়েছে। এরমধ্যে নগদ ২৫ লাখ ৩৯ হাজার ৩৬২ টাকা, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জমা ১৯ লাখ ৪৪ হাজার ৫২৭ টাকা, ব্যাংকে এফডিআর ৫ লাখ ৬০ হাজার টাকা, ১ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ইলেকট্রনিক সামগ্রী, ২ লাখ টাকার আসবাবপত্র। নেই কোন স্থাবর সম্পদ। সর্বশেষ অর্থবছরে তিনি ২৪ হাজার ৪৫৯ টাকার আয়কর প্রদান করেছেন। ইসলামী আন্দোলনের প্রার্থী ইউনুস আহম্মেদ সেখ কামিল ও উচ্চ মাধ্যমিক পাশ, পেশা ব্যবসা। একটি মামলায় অব্যাহতি পেয়েছেন তিনি। তার বার্ষিক আয় ৪ লাখ ১৮ হাজার ৭৯২ টাকা। বর্তমান মূল্যে তার ২০ লাখ ৬৭ হাজার ১৯১ টাকার অস্থাবর সম্পদ আছে। এর মধ্যে নগদ অর্থ ও ব্যবসার মূলধন ২৩ লাখ ৮ হাজার ৯৮৯ টাকা, ৮৫ হাজার টাকার ইলেকট্রনিক সামগ্রী ও ১ লাখ ৯০ হাজার টাকা মূল্যের আসবাবপত্র। ২৫ লাখ টাকা মূল্যের স্থাবর সম্পদ রয়েছে তার। তার স্ত্রীর ১৮ লাখ টাকার স্থাবর সম্পদ রয়েছে। নির্ভরশীলদের বার্ষিক আয় ১৬ হাজার টাকা। সর্বশেষ অর্থবছরে তিনি ৫ হাজার টাকার আয়কর প্রদান করেছেন। জামায়াতে ইসলামীর মো. কবিরুল ইসলাম কামিল পাশ, পেশা শিক্ষকতা। তিনি ১৭ মামলায় অব্যাহতি ও খালাস পেয়েছেন। তার বার্ষিক আয় ৬ লাখ ৩৩ হাজার ৬৬৮ টাকা। নগদ, ব্যাংক জমা, ইলেকট্রিক পণ্য, আসবাবপত্রসহ বর্তমানে আনুমানিক ১৬ লাখ ৫২ হাজার ৮৯৮ টাকা মূল্যের অস্থাবর এবং ৪ লাখ ৫০ হাজার টাকার স্থাবর সম্পদ রয়েছে তার। সর্বশেষ অর্থবছরে ৩ হাজার টাকার আয়কর প্রদানের কথা উল্লেখ করেছেন তিনি।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button