গিলাতলায় নগদের এস আর ২ দিন যাবত নিখোঁজ সন্ধান চায় পরিবার থানায় জিডি

স্টাফ রিপোর্টার ঃ নগরীর গিলাতলার নিজ বাড়ি থেকে বের হয়ে ২ দিন ধরে নিখোঁজ রয়েছেন মোঃ ফয়সাল খান (২৮ ) নামের নগদের এক এস আর । রবিবার ১১ জানুয়ারী সকাল আনুমানিক সাড়ে সাতটার সময় বাড়ি থেকে বের হয় খুলনার খালিশপুর নগদ অফিসের উদ্দেশ্যে সোমবার রাত ৯ টা পর্যন্ত তার খোঁজ পাওয়া যায়নি। ফয়সালকে খুঁজে পেতে খানজাহান আলী থানায় থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। তাকে কোথাও খুঁজে পেলে নিকটস্থ থানায় যোগাযোগের অনুরোধ জানিয়েছে থানা পুলিশ। ফয়সাল আটরা গিলাতলার ৪ নং ওয়ার্ডের বেগপাড়ার খান আব্দুর রাজ্জাকের ছেলে। আঃ রাজ্জাক জানান তাকে নগদের খালিশপুর শাখার ব্যাবস্থাপক বলেছেন অফিস থেকে ৭ লক্ষ টাকা নিয়ে বের হয়েছিলো এরপর আর অফিসে আসেনি , আত্মীয়-স্বজনের বাড়ি ও সম্ভাব্য স্থানে খুঁজেও পাওয়া যায়নি। নিখোঁজ ফয়সাল এর খোজ না পেয়ে তার স্বজনরা চরম উদ্বিগ্ন দিন কাটাচ্ছে। খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাওলাদার সানওয়ার হুসাইন মাসুম বলেন, ‘আশপাশের সব থানায় ফয়সালের ছবি পাঠানো হয়েছে। আমাদের পক্ষ থেকে চেষ্টা অব্যাহত রয়েছে। কেউ সন্ধান পেলে নিকটস্থ থানায় যোগাযোগের অনুরোধ রইলো।’



