স্থানীয় সংবাদ

গণতন্ত্র পুন:প্রতিষ্ঠার জন্য ছাত্রদলের নেতৃবৃন্দকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে : মনি

মঞ্জু’র নির্বাচনী কার্যক্রম সম্পন্ন করার লক্ষে মতবিনিময় সভা

খবর বিজ্ঞপ্তি : সরকার পতনের আন্দোলনে ছাত্রদল সবসময় ঐক্যবদ্ধ। এভাবে ঐক্যবদ্ধ থেকে দেশের জনগণকে গণতন্ত্রের স্বাদ দিতে ছাত্রদলকে এগিয়ে আসতে হবে উল্লেখ করে খুলনা মহানগর বিএনপির সাবেক সাধারন সম্পাদক ও সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মনি বলেন, ১৯৭৯ সালের ১ জানুয়ারি স্বাধীনতার মহান ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছাত্রদল প্রতিষ্ঠা করেন। ছাত্রদলের ইতিহাস গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যে মন্ডত। ১৯৭৯ সাল থেকে শুরু করে আজ পর্যন্ত দেশ ও জনগণের স্বার্থক্ষার্থে প্রত্যেকটি আন্দোলনে এ সংগঠন অগ্রণী ভূমিকা পালন করেছে।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) বাদ মাগরিব নগরীর হাজী মহসীন রোডস্থ উদায়ন ক্লাবে খুলনা-২ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী সাবেক এমপি নজরুল ইসলাম মঞ্জু’র নির্বাচনী কার্যক্রম সুচারু ভাবে সম্পন্ন করার লক্ষে সাবেক ছাত্রদল নেতৃবৃন্দের উদ্যোগে সাবেক ভিপি মো. তরিকুল ইসলাম জহির এর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন খুলনা মহানগর বিএনপির সাবেক সাধারন সম্পাদক ও সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মনি। এসময় তিনি আরও বলেন, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুম বেগম খালেদা জিয়া স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন-সংগ্রামের মাধ্যমে বারবার গণতন্ত্র পুনরুদ্ধার করেছেন এবং মানুষের ভোটাধিকার ও মৌলিক অধিকার প্রতিষ্ঠার জন্য আজীবন লড়াই করেছেন। গণতন্ত্রের লড়াই এখনো শেষ হয়নি। মানুষের ভোটের রায়ে প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠিত হলেই আমরা এই লড়াইয়ের ফল ভোগ করতে পারব। আর এই গণতন্ত্র পুন:প্রতিষ্ঠার জন্য ছাত্রদলের নেতৃবৃন্দকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন মহিবুজ্জামান কচি, আব্দুর রাজ্জাক, শারাফত আলী দুলু, মো. মারুফ রশিদ, শেখ হাফিজুর রহমান, জাবেদ এলাহী, নাজমুল হাসান মুকুল, মেজবাহ উদ্দিন মিজু, মাহমুদ হাসান সোহেল, গাজী সালাউদ্দিন, হাসিনুল ইসলাম নিক, আশরাফুল আলম, মঞ্জুর হাসান অপু, ইউসুফ হারুন মজনু, লতিফুর রহমান লাবু, জুলহাস এলাহি আগাসহ সাবেক ছাত্রদলের অসংখ্য নেতাকর্মি মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button