সাংবাদিক এহতেশামুল হক শাওনের পিতার মৃত্যুতে খুলনা প্রেসক্লাবের শোক

খবর বিজ্ঞপ্তি ঃ খুলনা প্রেসক্লাবের স্থায়ী সদস্য, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজের সহকারী মহাসচিব ও দৈনিক আমার দেশ এর খুলনা ব্যুরো প্রধান এহতেশামুল হক শাওনের পিতা বিশিষ্ট ব্যবসায়ী শেখ ইয়াকুব আলী (৭৫) এর মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন খুলনা প্রেসক্লাবের আহবায়ক এনামুল হক, সদস্য সচিব রফিউল ইসলাম টুটুল, কার্যনির্বাহী সদস্য শেখ দিদারুল আলম, মোঃ মিজানুর রহমান মিলটন, কৌশিক দে, আহমদ মুসা রঞ্জু ও আশরাফুল ইসলাম নূর প্রমুখ। উল্লেখ্য সাংবাদিক এহতেশামুল হক শাওনের পিতা শেখ ইয়াকুব আলী ১৩ জানুয়ারি, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে খুলনা মহানগরী শেরে বাংলা রোডস্থ সুরক্ষা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নি:শ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি…রাজিউন)। এর আগে ৯ জানুয়ারি (শুক্রবার) বিকেলে হৃদরোগে আক্রান্ত হলে তাকে এই হাসপাতালে ভর্তি করা হয়। ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের কার্ডিওলজি বিভাগীয় প্রধান ও মরহুমের ছোট ভাই প্রফেসর ডা. শেখ ইউনুস আলীর তত্ত্বাবধায়নে চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে তিনি এক পুত্র, দুই কন্যা, নাতি-নাতনি, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।



