স্থানীয় সংবাদ

স্বামী বিবেকানন্দের ১৬৩তম জন্মদিবস উপলক্ষে শিক্ষা উপকরণ ও শীতবস্ত্র প্রদান

খবর বিজ্ঞপ্তি ঃ স্বামী বিবেকানন্দের ১৬৩তম জন্মদিবস উপলক্ষে গত সোমবার বিকেল ৩টায় বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদ, খুলনার উদ্যোগে বিবেকানন্দ হিউম্যান সেন্টার ও শোভা ফাউন্ডেশন, লন্ডন, যুক্তরাজ্য-এর সহযোগিতায় (শিক্ষা উপকরণ) এবং বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদ, ফকিরহাট-এর পরিচালনায় ফকিরহাট উপজেলাধীন পিলজঙ্গ ইউনিয়নের সাধুর সাধের বটতলা কালীমন্দির প্রাঙ্গণে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মেধাবি ও দরিদ্র শিক্ষার্থীদের মাঝে বিবেকানন্দ শিক্ষা উপকরণ ও শীতবস্ত্র বিতরণ করা হয়। বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদ, ফকিরহাট-এর সভাপতি দেবাশিষ কুমার দাশের সভাপতিত্বে ও খুলনার সহ-সভাপতি সঞ্জয় কুমার সরকারের সঞ্চালনায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন খুলনা’র প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক জ্যোতিষ চন্দ্র সমাজপতি। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য উপস্থাপন করেন ফকিরহাটের সাধারণ সম্পাদক প্রসেনজিৎ কুলু পলাশ। সাংগঠনিক বক্তব্য রাখেন খুলনা’র সাধারণ সম্পাদক প্রভাষক প্রবীর কুমার ম-ল। এছাড়াও বক্তব্য রাখেন অনুষ্ঠানের আহ্বায়ক বলাই কৃষ্ণ দাশ, খুলনা’র সভাপতি দেবেন্দ্র নাথ সাহা, প্রাক্তন সভাপতি উপাধ্যক্ষ দেবদাস ম-ল, সুজিত কুমার মজুমদার, আজীবন সদস্য প্রফেসর তারক চাঁদ ঢালী, উপদেষ্টা সহকারী অধ্যাপক উল্লাসিনী সরকার, প্রভাষক উৎপল কুমার দাস, সুজিত কুমার ম-ল, অলোক কুমার সেন। এ সময়ে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খুলনা’র সহ-সভাপতি প্রভাষক দেবাশিষ কুমার দাস, শশাঙ্ক শেখর রায়, সম্পাদকম-লীর সদস্য ডা. দিপঙ্কর কির্ত্তনীয়া, বিপ্লব বৈরাগী, প্রভাষক তরণী জোদ্দার, সুকান্ত মল্লিক, সৌদার্য্য রায় কৌশিক ও শিক্ষার্থীদের অভিভাবকসহ স্থানীয় বিশিষ্ট গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button