ডা. স্বদেশ কুমার শেঁকড় গেড়েছেন খুলনা বিশেষায়িত হাসপাতালে

দীর্ঘদিন একই স্থানে অবস্থানের অভিযোগ
স্টাফ রিপোর্টারঃ খুলনা বিশেষায়িত হাসপাতালে ফ্যাসিস্ট এক চিকিৎসকের দীর্ঘদিন একই স্থানে অবস্থানের অভিযোগ উঠেছে। নগরীর মীর্জাপুর এলাকার বাসিন্দা ফিরোজ আহমেদ এমনই অভিযোগ পত্র হাসপাতালের পরিচালকের নিকট দাখিল করেছেন।
ওই অভিযোগে উল্লেখ করা হয়, “বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে হাসপাতালেল কার্ঢিওলজি বিভাগের সিনিয়র কনসালটেন্ট চিকিৎসক স্বদেশ কুমার চক্রবর্তী ক্ষমতার অপব্যবহার করেছে। তার এ কর্মকান্ডের প্রতিবাদ করায় তখন তিনি আমাকে তার ফ্যাসিস্ট রাজনৈতিক দলের ভয় দেখায়। আমি সাধারণ নাগরিক হওয়ায় তার অমর্যাদাকর কর্মকান্ডে একবুক কষ্ট নিয়ে ফিরে আসি। ছাত্র জনতার গণঅভ্যুথ্যানের পর দেশের ফ্যাসিস্টরা পালিয়ে গেলেও তিনি ভোল পাল্টিয়ে একই হাসপাতালে কর্মরত রয়েছেন। চাকুরী বিধিমালা অনুযায়ী কতদিন একজন সরকারি চাকুরীজীবী একই স্থানে কর্মরত থাকতে পারে? এ প্রশ্ন আমার। যদি তিনি ক্ষমতার অপব্যবহার করে ওই হাসপাতালে থাকার চেষ্টা করে তাহলে ছাত্রজনতা মিলে এই ফ্যাসিস্ট চিকিৎসকের অপসারনে আন্দোলন করতে বাধ্য হবে। আমি আশা করি আপনি এই চিকিৎসক কে অন্যত্র বদলী করে ক্ষমতার অপব্যবহারের বিষয়টি রোধ করবেন।” মঙ্গলবার হাসপাতালে গেলে ওই চিকিৎসকের রুম তালাবদ্ব পাওয়া যায়।
পাশের স্টাফকে জিজ্ঞাসা করলে তিনি বলেন, স্যার বাইরে আছেন। তবে হাসপাতালের পরিচালক ডাঃ আবু শাহিন বলেন, অভিযোগকারী কি বলতে চেয়েছেন তা পরিস্কার নয়। দীর্ঘ দিন তিনি এ হাসপাতালে কর্মরত আছেন-এটা সত্য। এমন অনেক চিকিৎসক দীর্ঘ দিন কর্মরত রয়েছে এ হাসপাতালে বলে তিনি জানান। তিনি বলেন, অভিযোগকারীকে উল্টো চিঠি দেয়া হবে বিস্তারিতভাবে অভিযোগে কারণগুলো লিখার জন্য।



