খুলনা ও সাতক্ষীরায় বিএসটিআই’র মোবাইল কোর্টের অভিযান : ৮১ হাজার টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার : খুলনা মহানগরীর অভ্যন্তরে ‘ওজন পরিমাপ মানদন্ড আইন, ২০১৮’বিএসটিআই খুলনা বিভাগীয় অফিস এবং খুলনা জেলা প্রশাসন এর সমন্বয়ে মঙ্গলবার (১৩ জানুয়ারী) মোবাইল কোর্ট পরিচালিত হয়। মোবাইল কোর্টে খুলনা নিউ মার্কেট মৎস বাজার মেসার্স মো: জাকির হোসেন কে বৈধ ভেরিফিকেশন সনদ ও স্ট্যাম্পযুক্তকরণ ব্যতীত ওজনযন্ত্র ব্যবহার ও সংরক্ষণ করায় ‘ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮’ এর ৩২/৪৮ ধারা অনুযায়ী মামলা ও ১ হাজার টাকা অর্থদ- প্রদান করেন। মোবাইল কোর্টে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুন্নাহার এর নেতৃত্বে পরিচালিত হয়। মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে পরিদর্শক (মেট্রোলজি) মো: বায়েজীদ বোস্তামী দায়িত্ব পালন করেন। খুলনা খালিশপুর জোড়াগেট নিউ বাউফল বেকারি ও বাংলা ফুড বিএসটিআই আইন-২০১৮” অনুযায়ী ২টি প্রতিষ্টানকে মামলা ও ২০ হাজার জরিমানা করেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: আসাদুজ্জামান আরিফ ও খুলনা জেলা প্রশাসকের কার্যালয় মো: মেহেদী হাসান’র নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টে বিএসটিআই কর্মকর্তা ফিল্ড অফিসার (সিএম) মোঃ তারিকুল ইসলাম সুমন প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন । খুলনা বিভাগীয় বিএসটিআই অফিস ও খুলনা জেলা প্রশাসন এর সমন্বয়ে সোমবার (১২ জানুয়ারী) ২টি মোবাইল কোর্ট পরিচালিত হয়। খুলনার গল্লামারী ইউনিক লাইভ বেকারী,গল্লামারী জগন্নাথ সাতক্ষীরা ঘোষ ডেয়ারি, সোনাডাঙ্গা ইসমাঈল বেকারী এবং নিউমার্কেট কেক ওয়াল্ডকে খুলনা বিএসটিআই আইন-২০১৮” অনুযায়ী ৪টি প্রতিষ্টানকে মামলা ও চল্লিশ হাজার টাকা জরিমানা করা হয়।খুলনা জেলা প্রশাসকের কার্যালয় নির্বাহী ম্যাজিস্ট্রে দীপেন সাধক রনি নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টে খুলনার বিএসটিআই কর্মকর্তা ফিল্ড অফিসার (সিএম) প্রকৌঃ মোঃ মাহমুদুল হাসান রানা প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন।খুলনা বিভাগীয় বিএসটিআই অফিস ও সাতক্ষীরা জেলা প্রশাসন এর সমন্বয়ে মোবাইল কোর্ট পরিচালিত হয়। সাতক্ষীরা সদর বাশঘাটার বেতলা মেসার্স লস্কর ফিলিং স্টেশন ইউনিট-২ এর জ্বালানি তেল পরিমাপে কম পাওয়ায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ফিলিং স্টেশনকে ও ইটাগাছার সংগ্রাম ফিলিং স্টেশন এর জ্বালানি তেল পরিমাপে কম পাওয়ায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ফিলিং স্টেশনকে “ওজন ও পরিমাপ মানদন্ড আইন-২০১৮” এর ২৯/৪৬ ধারা অনুযায়ী ২টি প্রতিষ্টানকে মামলা ও ২০ হাজার টাকা জরিমানা করেন। সাতক্ষীরা সদর সহকারী কমিশনার দুই জন নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম ও সহকারী কমিশনার নাফিউল ইসলাম এর নেতৃত্বে বিএসটিআই বিভাগীয় অফিস খুলনার কর্মকর্তা পরীক্ষক (মেট্রোলজি, ভৌত) মোঃ রহিজ আহমেদ ভ্রাম্যমান আদালতে দায়িত্ব পালন করেন ।


