স্থানীয় সংবাদ

চলমান সংকট উত্তরণে সৎ, যোগ্য ও আল্লাহভীরু নেতৃত্বের বিকল্প নেই : মাওলানা আবুল কালাম আজাদ

গড়ইখালী ইউনিয়নে বিভিন্ন স্থানে উঠান বৈঠক

স্টাফ রিপোর্টার : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, খুলনা অঞ্চল সহকারী পরিচালক ও খুলনা-৬ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা আবুল কালাম আজাদ গড়ইখালী ইউনিয়নের বিভিন্ন স্থানে উঠান বৈঠক ও গণসংযোগ কর্মসূচিতে অংশগ্রহণ করেন। এ সময় তিনি ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে সাধারণ জনগণের সঙ্গে মতবিনিময় করেন এবং ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, দেশের চলমান সংকট উত্তরণে সৎ, যোগ্য ও আল্লাহভীরু নেতৃত্বের বিকল্প নেই।
উঠান বৈঠকে উপস্থিত ছিলেন পাইকগাছা উপজেলা জামায়াতের সেক্রেটারি মো. আলতাফ হোসেন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি ডা. আসাদুল হক, গড়ইখালী ইউনিয়ন ভারপ্রাপ্ত সেক্রেটারি মো. জহির রায়হান, ইউনিয়ন টিম সদস্য সুলতান মাহমুদ, ইসলামী ছাত্রশিবির পাইকগাছা পৌরসভা সাংগঠনিক সম্পাদক আসাদ আল হাফিজ, গড়ইখালী ইউনিয়ন সভাপতি মো. আশিকুর রহমান লাইস, এনসিপি পাইকগাছা উপজেলা সাংগঠনিক সম্পাদক মো. আদনান আসিফ, ২ নং ওয়ার্ড সভাপতি আলী আকবর সরদার, ৩ নং ওয়ার্ড সভাপতি কোহিনূর সরদার ও সেক্রেটারি রমজান সানা, ৪ নং ওয়ার্ড সভাপতি মো. বেলাল হোসেন, ৬ নং ওয়ার্ড সভাপতি জাফর ও সেক্রেটারি মো. আসাদুল ইসলাম, ৯ নং ওয়ার্ড সভাপতি মো. বাক্কার বিশ্বাসসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ। উঠান বৈঠক ও গণসংযোগ কর্মসূচিতে এলাকার সর্বস্তরের জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button